আর্থিক সংকটে বিপুল ছাঁটাই, ছয় মন্ত্রক বন্ধ, গণবিক্ষোভের মুখে পাকিস্তান

ব্যাপক আর্থিক সংকটে বিপর্যস্ত পাকিস্তান (Pakistan)। এদিকে সংকট এড়াতে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার বা আইএমএফের থেকে ঋণ নিতে দীর্ঘদিন ধরেই পড়ে রয়েছে ইসলামাবাদ। তবে ঋণ পেতে…

Massive Economic crisis, Pakistan cuts huge number of jobs, dissolves six ministries

ব্যাপক আর্থিক সংকটে বিপর্যস্ত পাকিস্তান (Pakistan)। এদিকে সংকট এড়াতে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার বা আইএমএফের থেকে ঋণ নিতে দীর্ঘদিন ধরেই পড়ে রয়েছে ইসলামাবাদ। তবে ঋণ পেতে একগুচ্ছ শর্ত চাপিয়েছে আইএমএফ। সেই শর্ত মতোই দেশের ছয়টি মন্ত্রককে বন্ধ করে দিল শাহবাজ শরিফের সরকার। আর এই ঘটনার জেরে দেশের দেড় লাখ কর্মচারির চাকরি ছাঁটাই করতে চলেছে পাকিস্তান। আর এই ঘটনার জেরে প্রতিবেশি দেশে গণবিক্ষোভের সূত্রপাত হতে পারে বলে আশঙ্কা করছে কূটনৈতিকমহল। 

উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কতা বিদেশমন্ত্রকের

   

চরম আর্থিক সঙ্কট থেকে বেরিয়ে আসতে আন্তর্জাতিক অর্থভান্ডার বা ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের (আইএমএফ) থেকে ঋণ নিতে চলেছে ইসলামাবাদ। সেই টাকা দেওয়ার শর্ত হিসাবে পাকিস্তানকে বেশ কিছু কড়া সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। যে কারণে মন্ত্রক তুলে দিয়ে কর্মচারীদের ছাঁটাই করতে হয়েছে বলে জানিয়েছে শরিফ সরকার। 

হাসিনার আমলে স্বরাষ্ট্রমন্ত্রী পালিয়ে কলকাতায়? ঢাকায় তীব্র আলোড়ন, কী বলছে বাংলাদেশ সরকার

সম্প্রতি পাকিস্তানের জন্য ৭০০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে আইএমএফ। তবে ঋণ পেতে বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি ছাঁটাইয়ে ও কর্মীদের ছাঁটাইয়ের পথে হাঁটতে হবে পাকিস্তানকে।

মহালয়ার সকালে পে লোডার প্রাণ কাড়ল নবম শ্রেণীর ছাত্রের, উত্তপ্ত বাঁশদ্রোণী

আর এই কারণে বেকায়দায় পড়তে হচ্ছে শরিফ সরকারকে। চলতি মাসেই আমেরিকায় গিয়ে আইএমএফের সঙ্গে অর্থ চাইতে গিয়েছিলেন পাক অর্থমন্ত্রী মহম্মদ আউরঙ্গজেব।