স্পিকার পদে হাসতে হাসতে জিতেছেন এনডিএ-র প্রার্থী ওম বিড়লা। এখন ডেপুটি স্পিকার পদের জন্য ঝাঁপাচ্ছে বিরোধী দলগুলির মঞ্চ ‘ইন্ডিয়া’ (Mamata Banerjee)। আর সেখানেই রয়েছে বিরাট চমক। প্রধান জোট শরিক কংগ্রেস বা সমাজবাদী পার্টি নয়, ডেপুটি স্পিকার পদপ্রার্থী ঠিক করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এসপি নেতা অখিলেশ যাদবরা ঘরোয়া আলোচনায় বলেছেন, ডেপুটি স্পিকার পদে ‘ইন্ডিয়া’ মঞ্চের প্রার্থী করা হতে পারে ফৈজাবাদের সাংসদ অবধেশ প্রসাদকে। এক্ষেত্রে বলে রাখা ভালো, অযোধ্যার রাম মন্দির এই ফৈজাবাদ কেন্দ্রের মধ্যেই পড়ে।
এবারের লোকসভা নির্বাচনে ফৈজাবাদ কেন্দ্রে দু’বারের সাংসদ বিজেপির লাল্লু সিংহকে ৫০ হাজারেরও বেশি ভোটে হারিয়ে ‘ইতিহাস’ গড়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ। সেই অবধেশকেই ডেপুটি স্পিকার করার পরামর্শ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই বেশ চাপে পড়ে গিয়েছে এনডিএ শিবির।
ভেস্তে গেল মমতার চাল! তৃণমূলকে ১০ গোল দিলেন মোদী-শাহ
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাম মন্দিরের ধুয়ো তুলেও অযোধ্যায় ভরাডুবি হয়েছে বিজেপির। এবার যদি অযোধ্যার ‘ভূমিপুত্র’ অবধেশের বিপক্ষে ডেপুটি স্পিকার পদে অন্য প্রার্থী দেয় এনডিএ, তবে সেটা যে বুমেরাং হতে পারে তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার ডেপুটি স্পিকার নিয়ে কী কৌশল নেয় গেরুয়া শিবির।
অবধেশের রাজনীতিতে হাতেখড়ি প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধরী চরণ সিংহের হাত ধরে। ৭৭ বছর বয়সি দলিত অবধেশ পাসি সম্প্রদায়ভুক্ত। ফলে তাঁকে ডেপুটি স্পিকার পদপ্রার্থী করলে একদিকে যেমন সমাজের পিছিয়ে থাকা অংশের প্রতি বার্তা দেওয়া যাবে, ঠিক তেমনই অযোধ্যায় বিজেপির লজ্জাজনক পরাজয়কেও মনে করিয়ে দেওয়া যাবে।
বড় ‘খেলা’ জিতে আরও কঠিন বাজিমাতের চ্যালেঞ্জ মহুয়ার
যদিও বিরোধীদের প্রার্থী অবধেশই হচ্ছেন কি না, তা এখনও চূড়ান্ত নয়। তবে এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন তিনি। প্রাথমিক ভাবে কংগ্রেস কেরলের সাংসদ কে সুরেশের কথা ভেবেছিল। স্পিকারের পদেও ‘ইন্ডিয়া’র প্রার্থী ছিলেন তিনি। তবে, রাষ্ট্রপতির বক্তৃতার উপর ধন্যবাদজ্ঞাপক আলোচনা চলার সময়েই তৃণমূলের পক্ষ থেকে অবধেশের নাম প্রস্তাব করা হয়।