Lok Sabha Election 2024: রাজ্যের তিন কেন্দ্রে প্রার্থী দিল মতুয়াদের সংগঠন, চিন্তায় বিজেপি!

জল্পনার অবসান! লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) বাংলার তিনটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল মতুয়াদের অন্যতম সংগঠন শ্রী শ্রী শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন। উত্তর…

জল্পনার অবসান! লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) বাংলার তিনটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল মতুয়াদের অন্যতম সংগঠন শ্রী শ্রী শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন। উত্তর ২৪ পরগনার বনগাঁ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সুমিতা পোদ্দার। ওই জেলারই বারাসত কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সইফুদ্দিন মণ্ডল এবং নদিয়ার কৃষ্ণনগরে প্রার্থী হচ্ছেন সঞ্জিত বিশ্বাস।

বুধবার প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনে প্রার্থিতালিকা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের তরফে জানানো হয়েছে, আরও দুটি কেন্দ্রে প্রার্থী দেওয়ার ব্যাপারে ভাবনা-চিন্তা শুরু করেছে তারা। সেই কেন্দ্র দুটি হল – রানাঘাট ও বর্ধমান পূর্ব। সংগঠনের অন্যতম কর্তা সুকেশ চৌধুরী বলেন, স্বাধীনতার পর থেকে সমস্ত রাজনৈতিক দল আমাদের ভোটের সময় ব্যবহার করেছে। ভোট মিটলেই ছুড়ে ফেলে দিয়েছে। সিপিএম-কংগ্রেস-তৃণমূল-বিজেপি সবাই এক।

রাজ্যের প্রায় ২ কোটি মতুয়াকে তাদের পাশে থাকার আবেদন জানিয়েছেন সুকেশ। তিনি বলেন, বেশ কয়েকমাস আগেই আমরা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সংগঠনের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। রাজ্যের সমস্ত মতুয়াদের আবেদন জানাচ্ছি, আমাদের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করুন। মতুয়াদের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষ, আদিবাসী, সংখ্যালঘু ও উদ্বাস্তু মানুষদের প্রতিনিধিত্ব করবেন আমাদের প্রার্থীরা।

ঠাকুরবাড়ির সদস্যদেরও একহাত নিয়েছেন সুকেশ। তাঁর দাবি, ঠাকুর পরিবারের সদস্যরা তৃণমূল ও বিজেপিতে গিয়ে কার্যত দলদাসে পরিণত হয়ে গিয়েছেন। প্রসঙ্গত, ২০১৯ এর লোকসভা ভোটে মতুয়া ভোটের সিংহভাগই দখল করেছিল গেরুয়া শিবির। রাজ্যে মোট ১৮টি আসন পেয়েছিল তারা। এবার মতুয়াদের এই সংগঠন আলাদাভাবে প্রার্থী দেওয়ায় কিছুটা হলেও চাপে পড়েছে বিজেপি। যদিও এনিয়ে মুখ খোলেননি বঙ্গ বিজেপির নেতারা।