Tuesday, October 14, 2025
HomeBharatPoliticsNawsad Siddique: জোট ভাঙার দায় বামেদের নিতে হবে: নওসাদ সিদ্দিকি

Nawsad Siddique: জোট ভাঙার দায় বামেদের নিতে হবে: নওসাদ সিদ্দিকি

লোকসভা ভোটে মুখে সরগরম রাজ্য রাজনীতি। অনেকেরই চোখ এবার ডায়মন্ড হারবারে। সেখানে ভোটে দাঁড়িয়েছেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি এখনও অবশ্য প্রার্থী দিতে পারেনি ডায়মন্ড হারবারে। সিপিএম প্রার্থীর নাম ঘোষণা করবে। বাম-কংগ্রেসের জোটের খবর এবার প্রকাশ্যে এসেছে তবে সংযুক্ত মোর্চার জোট হচ্ছে না বলেই মনে করছে অভিজ্ঞ মহল। ভোটে দাড়াতে চান নওসাদ সিদ্দিকি (Nawsad Siddique)

   
Advertisements

ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে আগ্রহী এইএসএফ। সুজন চক্রবর্তী বলেন, ‘ডায়মন্ড হারবারের নওসাদ সিদ্দিকি যত স্পষ্ট করে বলেছেন তাদের দল প্রার্থী দেবেন। তাঁর চেয়ে অনেক বেশি স্পষ্ট করে তিন মাস আগে বলেছেন তিনি নিজে ডায়মন্ড হারবারের প্রার্থী হবেন। তার জন্য আমরা অপেক্ষা করছিলাম। নওসাদ সিদ্দিকি দাঁড়াবেন সেজন্য আমরা ছেড়ে রেখেছিলাম। তবে আমাদের প্রার্থী রেডি করা আছে।’

Advertisements

অন্যদিকে নওসাদ সিদ্দিকি বলছেন, ‘বামেদের দেরির জন্য এবার সংযুক্ত মোর্চার জোট হল না। জোট ভাঙার দায় বামেদের নিতে হবে। প্রয়োজনে মহম্মদ সেলিমের নির্বাচনী এলাকা থেকে দরকারে আমরা প্রার্থী তুলে নেব।’ বাম-আইএসএফের এই বাকবিতণ্ডার মাঝে যে আখেরে লাভ হচ্ছে তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সে কথাও কার্যত স্বীকার করে নিয়েছেন নওসাদ সিদ্দিকি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’

ডায়মন্ড হারবারে তৃণমূলের হয়ে প্রচার শুরু করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে। সংযুক্ত মোর্চার জোট না হওয়ায় বিপক্ষ প্রার্থীর নাম ঘোষণা হতে যথেষ্ট সময় লাগছে। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে সে কথা বলার অপেক্ষা রাখে না।

Latest News