Left Front: প্রথম দফার ভোটের আগের দিন ইস্তেহার প্রকাশ করল বামফ্রন্ট

প্রথম দফা ভোটের আগের দিন ইস্তেহার প্রকাশ করল বামফ্রন্ট (Left Front)। যদিও সাংবাদিক সম্মেলনে ইস্তেহার না বলে এটিকে ‘বামফ্রন্টের আবেদন’ বলে উল্লেখ করেছেন রাজ্য বামফ্রন্টের…

Left-Front

প্রথম দফা ভোটের আগের দিন ইস্তেহার প্রকাশ করল বামফ্রন্ট (Left Front)। যদিও সাংবাদিক সম্মেলনে ইস্তেহার না বলে এটিকে ‘বামফ্রন্টের আবেদন’ বলে উল্লেখ করেছেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। আজ, বৃহস্পতিবার ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে বিমান বসু ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব সহ অন্যান্য বামফ্রন্ট নেতৃত্ব।

এর আগে এপ্রিলের প্রথম সপ্তাহে লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটি। দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত সাংবাদিক বৈঠক করে ইস্তেহার প্রকাশ করেন। ইস্তেহারে বিজেপি এবং তাদের সহযোগী দলগুলিকে পরাজিত করে কেন্দ্রে বিকল্প, নিরপেক্ষ সরকার গঠনের আহ্বান জানানো হয়।

একই সঙ্গে UAPA এবং PMLA-র মতো কঠোর আইনগুলি বাতিল করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এর পাশাপাশি ইস্তেহারে রাজনীতি থেকে ধর্মকে আলাদা করার বার্তাও দিয়েছে সিপিএম। অন্যান্য উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলির মধ্যে রয়েছে – বেকার যুবদের চাকরি, কর-কাঠামো সংক্রান্ত আইন প্রণয়ন, ১০০ দিনের কাজে বরাদ্দবৃদ্ধি, সিএএ বাতিল সংক্রান্ত বিল প্রণয়ন।

দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট হওয়ার কথা। সেদিন বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আসনে ভোটগ্রহণ। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে। দ্বিতীয় ধাপে ২৬ এপ্রিল, তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে।