‘এমন পরিবেশ তৈরি করতে হবে ৩৫৫ লাগবেই’ শুভেন্দুর অডিও ক্লিপ শোনালেন কুণাল

শুভেন্দু অধিকারী একটি বিতর্কিত অডিও পেশ করে আদালতের কাছে প্রশ্ন করে কুণাল ঘোষ। যেই অডিও ক্লিপে শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী বলছে, ‘ এমন পরিবেশ তৈরি…

শুভেন্দু অধিকারী একটি বিতর্কিত অডিও পেশ করে আদালতের কাছে প্রশ্ন করে কুণাল ঘোষ। যেই অডিও ক্লিপে শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী বলছে, ‘ এমন পরিবেশ তৈরি করতে হবে ৩৫৫ লাগবেই। এছাড়া কোন পরিত্রাণ পশ্চিমবঙ্গের নেই। অনেক জিনিস করতে হয়, কী করে করতে হয় আমি জানি’। এই গোটা অডিও ক্লিপ নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হাইকোর্টকে ব্যবস্থা নিতে গিয়ে কুনাল ঘোষ আরও বলেন, “শুভেন্দু অধিকারীর পাঠানো ভিডিও যদি দেখতে হয় তাহলে শুভেন্দু অধিকারীর এই নিজের ভিডিওটার উপর দাঁড়িয়ে আদালত এত পর্যবেক্ষণ এত জ্ঞান এত নিরাপত্তা। তাহলে উস্কানি গুলোর জন্য ব্যবস্থা হবে না কেন? অবিলম্বে হাইকোর্টকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে ইন্সট্রাকশন দিতে হবে। তাকে রক্ষাকবচ দিয়ে রেখেছে হাইকোর্ট। তাহলে হাইকোর্ট সাধারণ মানুষের সুরক্ষা দেখছেন না’।

   

কুণাল ঘোষ আরও বলেন, “শুভেন্দুকে এরেস্ট করা নিয়ে যদি আপনাদের নিরাপত্তা তা নিয়ে সন্ত্রাস নিয়ে হিংসা নিয়ে এত দুশ্চিন্তা তাহলে এই কথাটার উপরে শুভেন্দু অ্যারেস্ট হবে না হলে আপনাদের দুশ্চিন্তা নাটক। অভিনয় করছেন বাংলার মানুষকে বিভ্রান্ত করছে কোর্টআপনারা যদি অশান্তির ঘোড়াটা কাটতে চান তাহলে শুভেন্দু অধিকারীকে এই স্টেটমেন্টের জন্য আগে কস্টাডিতে নিয়ে গিয়ে জেরা করতে হবে যে তুমি কি কি করেছো”?।

কুণাল ঘোষ হুমকির সুরে বলেন, “ও রাগের চোটে হামলা করছে নন্দীগ্রাম খেজুরিতে আচমকা হামলা করেছে বাইরের লোক ঢুকিয়ে দিয়ে। এত জনকে মারধর করেছে মাথা ফাটিয়ে দিয়েছে। আমরা বিজেপিকে একটুও ভয় পাচ্ছি না আমরা পুলিশের উপর আস্থা রাখছি। আমরা যদি সামান্য আমাদের রাজ্যব্যাপী কর্মীদের বলি বিজেপি যেখানে যেখানে হামলা করছে তাদের ওই ভাষাতেই জবাব দাও তাহলে ওদের মেরে পিঠের চামড়া গুটিয়ে দেবে। আমরা এই রাজনীতি করি না”।