Junior Doctors Rally On Mahalaya: মহালয়াতে জুনিয়র ডাক্তারদের মহামিছিলের অনুমতি আদালতের

আগেই জানা গিয়েছিল মহালয়ার (Junior Doctors Rally On Mahalaya) পুণ্যতিথিতে অর্থাৎ ২ অক্টোবর ন্যায়বিচারের দাবিতে আবারও পথে নামতে চলেছেন জুনিয়র ডাক্তাররা (RG Kar Rape and…

Junior-Doctors'-Rally

আগেই জানা গিয়েছিল মহালয়ার (Junior Doctors Rally On Mahalaya) পুণ্যতিথিতে অর্থাৎ ২ অক্টোবর ন্যায়বিচারের দাবিতে আবারও পথে নামতে চলেছেন জুনিয়র ডাক্তাররা (RG Kar Rape and Murder Incident)। ৯ অগস্ট এই রাজ্যের বুকে ঘটে যাওয়া পিজিটি ছাত্রীর মর্মান্তিক খুন ও ধর্ষণের ঘটনায় জড়িত শাস্তির দাবিতে পথে নামতে চলেছে তারা। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল স্বাস্থ্যভবনের সামনে অবস্থান উঠলেও আন্দোলন (Junior Doctors Rally On Mahalaya) তাদের চলবে। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তারা থামবে না।

বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে ওঠা ‘থ্রেট কালচার’ (Threat Culture) নিয়েও সরব হয়েছেন তারা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’ (West Bengal Junior Doctors Front) এর সঙ্গে ‘আমরা তিলোত্তমা’ (Amra Tilottoma) সংগঠনের যৌথ উদ্যোগে ধর্মতলায় দুপুর একটায় মহালয়ার (Junior Doctors Rally On Mahalaya) দিন এই মহামিছিলের আয়োজন করা হয়েছে। স্লোগান দেওয়া হয়েছে যে, এক লক্ষ্যে এবার এক লক্ষ।

   

এই মিছিলে পুলিশের অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবেদন জানিয়েছিল তারা। পুলিশের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors Strike)। সেখান থেকেই মিলেছে সবুজ সংকেত।

এর আগে পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Kolkata Police Commissioner Manoj Verma) গত বুধবার জানিয়েছিলেন যে আগামী দুই মাস শহরের কোনও জায়গায় কোনওরকম মিছিল বা জমায়েত করা যাবে না। জারি করা হয়েছিল কড়া নিষেধাজ্ঞা। কিন্তু এই মিছিলের জন্য সবুজ সংকেত দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কিঞ্জল নন্দ (Kinjal Nanda), দেবলীনা দত্তের (Debalina Dutta) সঙ্গে জুনিয়র ডাক্তাররা সকলকে এই মিছিলে আসার আহ্বান জানিয়েছে। তারা বলেছেন, “২ অক্টোবর, মহালয়ার দিন আমরা চাইছি মহালয়ার দিন, মহাসমাবেশ হবে। ন্যায়বিচারের দাবি, থ্রেট কালচারের দাবি, হাসপাতালের নিরাপত্তার দাবিতে এই মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। দুপুর ১টা থেকে এই মিছিল শুরু হবে, শেষ হবে ধর্মতলায়। সেখানে মহাসমাবেশের (Junior Doctors Rally On Mahalaya) আয়োজন করা হয়েছে। দলীয় স্বার্থ ত্যাগ করে, রাজনৈতিক স্বার্থ বাদ দিয়ে আপনারা সকলে আসুন।”