HomeBharatPoliticsনবান্নে বৈঠকের আগেই উঠে যাচ্ছে জুনিয়ার চিকিৎসকেদের অনশন!

নবান্নে বৈঠকের আগেই উঠে যাচ্ছে জুনিয়ার চিকিৎসকেদের অনশন!

- Advertisement -

শনিবার দুপুরেই হঠাৎ করেই ধর্মতলায় জুনিয়ার ডাক্তারদের (Junior Doctors) কাছে পৌঁছে গিয়েছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্রসচীব। সেখানে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তাঁরা৷ এরপর মুখ্যসচীব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলিয়ে দেন আন্দোলনকারীদের (Junior Doctors) সঙ্গে।

যদিও, মুখ্যমন্ত্রীর সঙ্গে এই কথোপকথনের পর জুনিয়র ডাক্তাররা(Junior Doctors’ Movement) জানান যে, তিনি তো সবই জানেন কোন দাবি নিয়ে সরব হয়েছেন আন্দোলনকারীরা। তবে মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের বহুবার এই অনশন তুলে নেওয়ার কথা জানিয়েছিলেন৷ সেই সঙ্গে তিনি এও জানান, সোমবার নবান্নে এসে আলোচনা করুক৷

   

গতকাল রাতে মুখ্যসচিবের ই-মেল করেন জুনিয়ার চিকিৎসকেদের(Junior Doctors’ Movement)৷ ইমেলে জানানো হয়, যে অনশন প্রত্যাহার করে সোমবার নবান্ন সভাঘরে বৈঠকে যোগ দিন৷ এরপর আন্দোলনকারীরা জিবি মিটিং। তবে শনিবার রাতের পর রবিবার দুপুরে জিবি হওয়ার কথা রয়েছে এন‌আর‌এসে। কিন্তু রাতের জিবি’তে কী কী বিষয়ে আলোচনা হল? জানা গিয়েছে, নবান্নে বৈঠকের আগে অনশন প্রত্যাহার নয়৷ সূত্রের খবর রাতের জিবি’তে সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা(Junior Doctors’ Movement)।

অন্যদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১০ জন প্রতিনিধি কারা হবেন সে বিষয়ে এদিনের জিবিতে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ভোটের দাবি নিয়ে বারবার সরব হয়ছেন জুনিয়র চিকিৎকেরা(Junior Doctors’ Movement)। মুখ্যসচিবের ই-মেলে রাজ্য স্তরে গ্রিভান্স সেল গঠনের কথা জানানো হয়েছে।

রাজ্য স্তরের পাশাপাশি কলেজ স্তরেও গ্রিভান্স সেল চান জুনিয়র চিকিৎসকেরা। সোমবার জুনিয়র ডাক্তারদের ১০ জন প্রতিনিধিকে নবান্নে ডাকা হয়েছে। ৪৫ মিনিট সময় তাঁদের দিতে পারবেন মুখ্যমন্ত্রী। সাড়ে ৪টের মধ্যেই নবান্নে তাঁদের পৌঁছে যেতে বলা হয়েছে। প্রতিনিধিদের নাম ইমেল করে জানাতেও বলা হয়েছে

রাজ্যের ধাঁচে কলেজ স্তরে টাস্ক ফোর্সের দাবিও রয়েছে। অন্যদিকে ১০ দফা দাবির মধ্যে শুরু থেকেই স্বাস্থ্যসচিবের অপসারণের‌‌ দাবিতে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular