রবিবার সকালে রোহিণীর সেক্টর 14-এ সিআরপিএফ স্কুলের কাছে একটি বিকট বিস্ফোরণ। রাজধানী (Delhi Blast) কেঁপে গেল।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, একটি পিসিআর কল আনুমানিক 7:47 টায় আসে, যা ওই স্কুলের কাছে বিকট শব্দে বিস্ফোরণের খবর জানায়।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গিয়ে দেখে স্কুলের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। বিস্ফোরণে পাশের একটি দোকানের জানালাও ভেঙে যায় এবং একটি পার্ক করা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কোনো আঘাতের খবর পাওয়া যায়নি।
ওই স্কুলের পিছনের দেওয়ালের দিকে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় স্কুলের পাশে থাকা দোকান ও দাঁড়িয়ে থাকা গাড়ির কাচ ভেঙেছে। ঘটনার পর এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রবিবার সাপ্তাহিক ছুটি। অন্য দিনে বিস্ফোরণ ঘটলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারত।