লেবাননের পেজার হামলার পেছনে ভারত-যোগ

পেজার বিস্ফোরণে উত্তপ্ত লেবানন (Lebanon pager explosion)। আর এই পেজার বিস্ফোরণের (Lebanon pager explosion) পেছনে সামনে এল ভারত-যোগ। কারণ সম্প্রতি লেবাননে পেজার বিস্ফোরণে নাম জড়িয়েছে…

Indian connection exposed behind lebanon paeser attack

পেজার বিস্ফোরণে উত্তপ্ত লেবানন (Lebanon pager explosion)। আর এই পেজার বিস্ফোরণের (Lebanon pager explosion) পেছনে সামনে এল ভারত-যোগ। কারণ সম্প্রতি লেবাননে পেজার বিস্ফোরণে নাম জড়িয়েছে এক ভারতীয় বংশোদ্ভূতের। নাম রিনসন হোসে। বছর সাঁইত্রিশের এই যুবকের জন্ম কেরলের ওয়েনাড়ে। পড়াশোনাও কেরলে। পরবর্তী কালে নরওয়েতে চলে যান। বর্তমানে সেখানকার নাগরিক তিনি। পেজার বিস্ফোরণের তদন্তে এই ভারতীয় বংশোদ্ভূতেরই নাম উঠে আসছে। 

জ্বলছে চট্টগ্রাম, বাংলাদেশে চাকমাদের বাঁচাতে মোদীর দ্বারস্থ উপজাতি নেতারা

   

হাঙ্গেরির একটি সংবাদমাধ্যম ‘টেলেক্স-এর দাবি, লেবাননে যে পেজারগুলি বিস্ফোরণ হয়েছে, সেগুলি বিক্রি করেছিল ‘নর্টা গ্লোবাল লিমিটেড’ নামে বুলগেরিয়ার একটি সংস্থা।

‘টেলেক্স’-এ আরও দাবি করা হয়েছে, লেবাননে সক্রিয় হিজবুল্লা কয়েক হাজার পেজারের বরাত দিয়েছিল বুলগেরিয়ার ওই সংস্থাকে। ঘটনাচক্রে, বুলগেরিয়ার ওই সংস্থাটির কর্ণধার আবার রিনসন। এটি একটি তথ্যপ্রযুক্তি ও কনসাল্টিং সংস্থা। ওই প্রতিবেদন অনুযায়ী, পুদুচেরি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন রিনসন। আবার অসলো মেট্রোপলিটান বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সমাজকল্যাণ এবং স্বাস্থ্যনীতির বিষয়ে পড়াশোনা করেছেন। শিক্ষকতাও করেছেন। 

ক্ষমতাচ্যুত হাসিনার অবস্থানে স্বীকৃতি! নরম ইউনূস, দুর্গাপূজায় বাংলাদেশ পাঠাবে ইলিশ

নরওয়েতে মালায়ালি সম্প্রদায়ের মধ্যে বেশ জনপ্রিয় নাম রিনসন। একাধিক উৎসব ও ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করতেন রিনসন। পেজার বিস্ফোরণের পেছনে তাঁর যোগসূত্র সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে সেদেশে বসবাসকারী ভারতীয়দের মধ্যে। 

‘Ak-56’-এর উত্তরসূরী হয়ে দিল্লির মসনদে শপথ অতিশীর

গত বুধবার বেহরুটে একটি পেজার বিস্ফোরণে ১২ জন নিহত এবং কমপক্ষে ২৮০০ জন আহত হয়েছেন। একদিন পরে, আরেকটি হামলা হয়, যাতে কমপক্ষে ২০ জন প্রাণ হারায় এবং ৪৫০ জনেরও বেশি লোক আহত হয়। এই হামলায় হিজবুল্লার অনেক সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় ইরানের রাষ্ট্রদূতও আহত হন। লেবানন এই হামলার পেছনে ইজরাইলকে দায়ী করেছে।