টালমাটাল পরিস্থিতি ‘ইন্ডিয়া’র, সম্মুখসমরে জোটের দুই প্রধান দল

ভোটের রেজাল্ট বেরোতেই বিস্ফোরক (INDIA Bloc) মন্তব্য করলেন রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। তাঁর অভিযোগ, ভোট লুট করে জিতেছে রাজ্যের শাসকদল। তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর…

ভোটের রেজাল্ট বেরোতেই বিস্ফোরক (INDIA Bloc) মন্তব্য করলেন রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। তাঁর অভিযোগ, ভোট লুট করে জিতেছে রাজ্যের শাসকদল। তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর জয়কে ‘বিক্রি হয়ে যাওয়া, শাসকের দলদাস পরিণত হওয়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের জয়’ বলেও কটাক্ষ করেন মোহিত সেনগুপ্ত।

তবে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল, কংগ্রেস এবং তৃণমূল দুই দলই ইন্ডিয়া (INDIA Bloc) জোটের শরিক। কিন্তু রায়গঞ্জ উপনির্বাচনের রেজাল্ট বেরোতেই জোটসঙ্গী তৃণমূলকে কড়া ভাষায় নিশানা করলেন কংগ্রেস প্রার্থী। তাঁর কথায়, এই জয় সাধারণ মানুষের জয় নয়। এই জয় সাধারণ মানুষের গনতান্ত্রিক অধিকারের জয় নয়।

   

ফেসবুক পেজে রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী মোহিত লিখেছেন, এই জয়, বিক্রি হয়ে যাওয়া, শাসকের দলদাস পরিণত হওয়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের জয়, এই জয় মানুষের ভোট দেবার অধিকারকে হরণ করে বুথ দখলের জয়, এই জয় ছাপ্পার জয়। জয় ছাপ্পা।

উপনির্বাচনে বিজেপির ভরাডুবির পর ‘উধাও’ শুভেন্দু অধিকারী’

ভোটের হেরে গেলেও রাজনীতি ময়দান ছেড়ে যে পালিয়ে যাচ্ছেন না, সেটাও স্পষ্ট করে দিয়েছেন রায়গঞ্জের দু’বারের বিধায়ক মোহিত। তিনি লিখেছেন, আমি রাজনীতির ময়দান থেকে পালিয়ে যাচ্ছিনা, আমি বিশ্বাস রাখি মানুষের ওপর, তাদের ভালোবাসার ওপর। আমি তাদের পাশে আপদে, বিপদে সব সময় আছি। জয় হিন্দ।

একই সঙ্গে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে অভিনন্দনও জানান তিনি। লেখেন, অভিনন্দন জানাই রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের জয়ী প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয়কে। সাথে যারা আমায় ভোট দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ, যারা ভোট দিতে পারেননি তাদেরও জানাই আন্তরিক ভালোবাসা এবং যারা ভোট দেননি তাদের প্রতি রইলো শ্রদ্ধা ও ভালোবাসা।

জয় তো বটেই, উপনির্বাচনে আর কী কী উপরি পাওনা হল তৃণমূলের?

লোকসভা ভোটের পর রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনেও বাংলায় ভরাডুবি হয়েছে বাম-কংগ্রেস ‘জোট’-এর প্রার্থীদের। চার কেন্দ্রের মধ্যে তিন কেন্দ্রে ১৫ হাজারের গন্ডি টপকাননি জোট প্রার্থীরা। একমাত্র রায়গঞ্জ আসনেই কিছুটা মুখরক্ষা করেছেন বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। ২৩ হাজারেরও বেশি ভোট পেয়েছেন তিনি।

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরকে কার্যত হাতের তালুর মতো চেনেন মোহিত। ২০১১ এবং ২০১৬ সালে এই কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন তিনি। যদিও ২০২১-এর বিধানসভা ভোটে জিতে যান বিজেপি কৃষ্ণ কল্যাণী। কৃষ্ণ কল্যাণী তৃণমূলে যোগ দেওয়ার কারণে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তাই এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছে।

রামের অযোধ্যার পর বিষ্ণুর বদ্রীনাথেও চরম ব্যর্থ! এবার আরএসএসের শাসন শুরু বিজেপিতে?

প্রবাদপ্রতীম কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির খাসতালুক রায়গঞ্জ একটা সময় কংগ্রেসে ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ২০১১ সালে মোহিত সেনগুপ্ত তৃণমূল এবং কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হন। ২০১৬ সালে রাজ্যজুড়ে সবুজ ঝড়ের মধ্যেও তৃণমূলকে পিছনে ঠেলে রায়গঞ্জ থেকে বিধায়ক নির্বাচিত হন মোহিত সেনগুপ্ত।