প্রধানমন্ত্রী নাও হতে পারেন মোদী! উঠে এল নতুন সম্ভাবনা

এককভাবে বৃহত্তম দল হলেও আসনের নিরিখে ম্যাজিক ফিগার পার করতে পারেনি বিজেপি (Narendra Modi)। ৪০০ পারের ডাক দিয়ে মাত্র ২৪০-এই থেমেছে বিজেপির অশ্বমেধের ঘোড়া। আর…

Prime Minister Narendra Modi

এককভাবে বৃহত্তম দল হলেও আসনের নিরিখে ম্যাজিক ফিগার পার করতে পারেনি বিজেপি (Narendra Modi)। ৪০০ পারের ডাক দিয়ে মাত্র ২৪০-এই থেমেছে বিজেপির অশ্বমেধের ঘোড়া। আর তাই সরকার গঠনের জন্য এনডিএ-র বাকি শরিকদের ওপর নির্ভর করতে হচ্ছে গেরুয়া শিবিরকে। সরকার গড়তে বিজেপির (Narendra Modi) প্রয়োজন শরিকদের সমর্থন।

৫৪৩টি লোকসভা রয়েছে দেশে। অর্থাৎ, ম্যাজিক ফিগার ২৭২। বিজেপি এককভাবে ২৪০টি আসনে জিতেছে। অর্থাৎ, সরকার গড়তে বিজেপির প্রয়োজন আরও ৩২ জন সাংসদের সমর্থন। এক্ষেত্রে অন্যতম নির্ণায়ক ভূমিকা নিতে পারেন তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু আর জনতা দল ইউনাইটেডের নীতিশ কুমার।

   

এবারের লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে ১৬টি আসন জিতেছে চন্দ্রবাবুর তেলেগু দেশম পার্টি। আর নীতিশের জনতা দল ইউনাইটেডের হাতে আছে ১২ জন সাংসদ। ফলে এই দুই নেতা ইন্ডি জোট বা এনডিএ-র মধ্যে যে দিকে যাবেন সরকার গড়ার পথে বেশ কয়েক ধাপ এগিয়ে যাবে তারা।

দল বদলেও সাংসদ হওয়ার স্বপ্ন অধরাই রইল এই ৪ নেতার

সূত্রের খবর, নীতিশ-চন্দ্রবাবুকে নিজেদের দিকে টানতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে ইন্ডি জোট। এবারের নির্বাচনে ইন্ডি জোট ২৩৪টি আসন পেয়েছে। ফলে নীতিশ-চন্দ্রবাবুকে জোটে টানলে সরকার গড়ার দিকে অনেকটাই এগিয়ে যাবে তারা। নীতিশকে জোটে টানতে ইন্ডিয়ার তরফে দেওয়া হয়েছে উপ-প্রধানমন্ত্রিত্বের প্রস্তাব।

আর চন্দ্রবাবুকে বলা হয়েছে, ইন্ডি জোট সরকার গড়লে অন্ধ্র প্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়া হবে। এদিকে ইন্ডি জোট ময়দানে নামতেই পাল্টা জোটসঙ্গীদের দিল্লিতে ডেকে পাঠিয়েছে এনডিএ-র প্রধান দল বিজেপি। চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ফোনে কথা বলেছেন মোদী। আর নীতিশ কুমার, চিরাগ পাসওয়ান, জিতনরাম মাঝির সঙ্গে কথা বলেছেন শাহ।

বাংলায় লজ্জার হার বিজেপির একঝাঁক হেভিওয়েট প্রার্থীর

এই পরিস্থিতিতে আজ দিল্লিতে বৈঠকে বসছে এনডিএ এবং ইন্ডিয়া। সেখানেই পরবর্তী রণকৌশল ঠিক করবে তারা। এবারের লোকসভা ভোটে ৫৪৩টি আসনের মধ্যে ২৪০টি আসন পেয়েছে বিজেপি, ৯৯টি আসন পেয়েছে কংগ্রেস। অখিলেশের সমাজবাদী পার্টি পেয়েছে ৩৭টি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল পেয়েছে ২৯টি আসন।