HomeWest BengalKolkata City‘ক্ষমতা থাকলে এক ঘণ্টাতেই সিদ্ধান্ত নিতাম', বিস্ফোরক শুভেন্দু

‘ক্ষমতা থাকলে এক ঘণ্টাতেই সিদ্ধান্ত নিতাম’, বিস্ফোরক শুভেন্দু

- Advertisement -

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা এলাকায় অনুষ্ঠিত এক জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন। সভায় উপস্থিত জনতার মধ্যে একাধিক ব্যক্তি ‘রাষ্ট্রপতি শাসন চাই’ স্লোগান তুললে, মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, “জনগণ আওয়াজ তুলুন। আমার হাতে তো ওটা নেই। আমার হাতে থাকলে ওটা এক ঘণ্টা লাগত না।”

শুভেন্দু অধিকারী রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রশাসন কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এই অবস্থায় রাষ্ট্রপতি শাসন ছাড়া আর কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, “রাজ্য সরকার জনগণের আস্থা হারিয়েছে। জনগণের স্বার্থে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।”

   

শুভেন্দুর এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, “বিরোধী দলনেতা রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন। জনগণ তাদের ভোটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করে। রাষ্ট্রপতি শাসন দাবি করা গণতন্ত্রের প্রতি অবমাননা।” অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে শুভেন্দুর মন্তব্যকে সমর্থন জানানো হয়েছে।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular