লোকসভা ভোটের ফলাফল নিয়ে এক্স হ্যান্ডেলে চাঞ্চল্যকর পোস্ট করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। আজ, শনিবার সকালে এক্সে লেখেন, ‘এখনও পর্যন্ত যা শুনছি: দেশে: বিজেপি জোট 200-220. সরকার গড়বে বিকল্প বিরোধী জোট। রাজ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 30-35. দেশে এককভাবে তৃতীয় বৃহত্তম হবে তৃণমূল। বিকল্প সরকারের দ্বিতীয় বৃহত্তম শরিক। অভিজ্ঞতায় সেরা মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। বিকল্প সরকারের নিয়ন্ত্রক হবে তৃণমূল কংগ্রেস ও বাংলা।’
কুণালের পোস্টে স্পষ্ট, রাজ্যে এবার নজরকাড়া ফল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তাদের ঝুলিতে থাকবে ৩০ থেকে ৩৫টি আসন। যদিও বাংলায় বিজেপি, কংগ্রেস কিংবা সিপিএম কতগুলি আসন পাবে, তা নিয়ে কিছু বলেননি কুণাল। তবে দেশে বিজেপি জোট ২০০ থেকে ২২০টি আসন পাবে বলে দাবি করেছেন তিনি। প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ২২টি পেয়েছিল তৃণমূল কংগ্রেস। ১৮টি আসনে বিজেপি এবং দুটি আসনে জিতেছিল কংগ্রেস।
Sisir Adhikari: ‘তৃণমূল দলটা করে…’, ছেলের হয়ে প্রচারে নেমে বোমা ফাটালেন শিশির!
এক্স হ্যান্ডেলে করা পোস্টের আরও একটি চাঞ্চল্যকর দাবি করেছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। তৃণমূলের প্রাক্তন মুখপাত্র ও প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদকের দাবি, এবার দেশে সরকার গড়বে বিকল্প বিরোধী জোট। সেই সরকারের দ্বিতীয় বৃহত্তম শরিক হবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, বিকল্প সরকারের নিয়ন্ত্রক হবে তৃণমূল কংগ্রেস ও বাংলা, এমনটাই দাবি করেছেন কুণাল। পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি।
Amit Shah: সঙ্গেশখালির ভাইরাল ভিডিয়ো নিয়ে কী বললেন অমিত শাহ?
আগামী ১৩ মে, চতুর্থ দফায় বাংলার ৮টি কেন্দ্রে নির্বাচন। সেগুলি হল – কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বহরমপুর। দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল এবং ৭ মে তিন দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।