Abhijit Ganguly: ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় সঠিক দলে গিয়েছেন’, কেন এমন বললেন দীপ্সিতা

Dipsita Dhar

কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) বিজেপিতে যোগ দেওয়ায় কর্যত হতাশ অনেকে। কেন অন্য কোনও দলে নয়, বিজেপিতে যোগ দিলেন সেই বিষয়ে স্পষ্ট করেছেন প্রাক্তন বিচারপতি। অনেকে তাঁকে মনে করতেন বাম ঘেঁষা। তাঁর মতে তিনি ঈশ্বরে বিশ্বাসী তাই তিনি মার্ক্সবাদী পার্টিতে যোগ দেবেন না। তিনি ধর্ম পরায়ণ সেই কারণে যোগ দিলেন বিজেপিতে।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই যুক্তিতে কার্যত নস্যাৎ করলেন বাম ছাত্র সংগঠনের পরিচিত মুখ দীপ্সিতা ধর। তিনি বলেন, ‘স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ মানুষকে সেবা করা হল ধর্ম। আপনাদের মনে থাকবে কোভিদের দ্বিতীয় ওয়েভে যখন বাড়ির লোকটা পাশের বাড়ির লোককে ছুঁচ্ছিল না। ছুঁলে আমারও কোভিড হয়ে যাবে। সেই সময় লাল গেঞ্জি পরে যে রেড ভলান্টিয়াররা ওই মানুষটাকে পাঁজাকোলা করে হাসপাতালে ভর্তি করল– সেইটা ধর্ম নয়?’

   

সেই সময়ের কথা আরেকবার মনে করিয়ে দিয়ে দীপ্সিতা বলেন, ‘কোভিডের দ্বিতীয় সময় যখন মানুষ না-খেতে পেয়ে মারা যাচ্ছিল, ১০ টাকা, ২০ টাকা কোথাও কোথাও বিনা পয়সায় আমরা বামপন্থিরা যে শ্রমজীবী ক্যান্টিন চালালাম, ক্ষুধার্ত মানুষের পেটে খাবার দিলাম– সেইটা ধর্ম নয়? আমাদের কাছে ধর্ম মানে মানুষের সেবা করা সেই ধর্মে যারা সামিল হতে চান তারা আমাদের কাছে আসতে পারেন।’

প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে কটাক্ষা করে দীপ্সিতা বলেন, ‘কারও কাছে যদি মনে হয় ধর্ম মানে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলব বলার পর দুর্নীতিবাজদেরই আড়াল করা, যদি ধর্ম মানে এটা মনে হয় আমি দেখলাম চোখের সামনে একটা মানুষ হাত পেতে ঘুষ নিল কিন্তু আমি আজকে সেই রাজনৈতিক দলের সৈনিক হয়ে গেলাম বলে সেই লোকটার ঘুষ খাওয়াটাকে আমাকে আড়াল করতে হবে। যদি তাঁর কাছে সেই ধর্ম ঠিক মনে হয় তাহলে তিনি সঠিক জায়গায় গিয়েছেন।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন