জঙ্গলমহলে বিজেপি কর্মীর গায়ে হাত দেবেন না , হুঙ্কার দিলীপ ঘোষের

শালবনিতে অভিষেকের জনসংযোগ যাত্রায় অংশ নিয়ে, হামলার ঘটনায় কুড়মিদের সরিয়ে বিজেপিকে দায়ী করেছিলেন তৃণমূলনেত্রী। এরপরেও কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ আরও ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।…

BJP Leader Dilip Ghosh Accuses Unfair Treatment over Alleged Vote Stealing

শালবনিতে অভিষেকের জনসংযোগ যাত্রায় অংশ নিয়ে, হামলার ঘটনায় কুড়মিদের সরিয়ে বিজেপিকে দায়ী করেছিলেন তৃণমূলনেত্রী। এরপরেও কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ আরও ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

Advertisements

কুড়মি নেতা রাজেশ মাহাতোর হুঁশিয়ারি, আন্দোলন চলবে। এদিন, আটক কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ ৪ জনকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ঝাড়গ্রাম আদালত।

Advertisements

কনভয়ে হামলার দায় বিজেপির ওপর চাপানোয় তৃণমূলকে পাল্টা হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘জঙ্গলমহলে বিজেপি কর্মীর গায়ে হাত দেবেন না, জ্বলে যাবে।’

বিজেপি কর্মীদের গায়ে হাত দিলে জঙ্গলমহলে ঢুকতে পারবেন না। তৃণমূলের কোনও নেতাকে জঙ্গলমহলে থাকতে দেব না। এই আন্দোলন কালীঘাট অবধি যাবে’ হুঙ্কার দিলীপ ঘোষের।

অন্যদিকে নবজোয়ার যাত্রা নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, ‘ ওটা নবজোয়ার নয়, ধর্না জোয়ার, বিক্ষোভ জোয়ার। তাই রেডিও-ই ভাল। সামনে গেলেই তো লোকে চোর চোর বলবে, আর গাড়ি আটকাবে। ‘