তৃণমূলের ডুগডুগি বাজাতে দুর্গাপুরে দিলীপ ঘোষ

dilip-ghosh-dugdugi-durgapur-tmc-attack

দুর্গাপুরের মুচিপাড়ায় একটি মন্দির প্রাঙ্গণে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)হাতে ডুগডুগি নিয়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন। তিনি বললেন, “এবার তৃণমূলের ডুগডুগি বাজিয়ে ছাড়ব।” এই বিস্ফোরক মন্তব্যের মধ্য দিয়ে তিনি চলমান ভোটার লিস্ট সংশোধন (SIR) প্রক্রিয়ায় তৃণমূলের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন।

Advertisements

দিলীপ ঘোষের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার না করলে সুস্থভাবে SIR সম্পন্ন হবে না, কারণ তিনি পদে পদে বাধা দিচ্ছেন। নির্বাচন কমিশনের উচিত এই বিষয়ে গভীরভাবে চিন্তা করা।দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, বিজেপি কর্মীদের কাছ থেকে ফর্ম ৭ ছিনতাই করা হচ্ছে, আর তাদেরই গ্রেফতারের কথা বলা হচ্ছে। “কেউ নির্ভয়ে কাজ করতে পারছে না, BLO-রা (বুথ লেভেল অফিসার) পারছে না।

   

পাঁচ বছর পর সতীর্থ রোহিতকে টপকে ওয়ানডে সিংহাসনে বিরাট

কেউ মারা গেলে SIR-কে দায়ী করা হচ্ছে?” এই প্রশ্ন তুলে তিনি মুর্শিদাবাদের এক স্কুল শিক্ষকের আত্মহত্যার ঘটনা উল্লেখ করেছেন। ওই শিক্ষক BLO হিসেবেও কাজ করতেন। তৃণমূল নেতারা প্রথমে SIR-এর চাপকে দোষারোপ করেছিলেন, কিন্তু পরে দেখা গেছে ঘটনাটি ব্যক্তিগত ঋণ ও হয়রানির সঙ্গে যুক্ত। দিলীপ বলেছেন, “তৃণমূল নেতার দাদা-বাবা কেউ মরলে বলছে নির্বাচন কমিশন দায়ী। এটা কি ন্যায়সঙ্গত?”

এই মন্তব্যের পিছনে রয়েছে রাজ্যজুড়ে SIR নিয়ে চরম উত্তেজনা। তৃণমূলের অভিযোগ, বিজেপি বৈধ ভোটারদের নাম কেটে দেওয়ার জন্য বাল্কে ফর্ম ৭ জমা দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে অভিযোগ করেছেন যে, ৫৪ লক্ষেরও বেশি নাম অন্যায়ভাবে কাটা হয়েছে। অন্যদিকে বিজেপি বলছে, তৃণমূল SIR বন্ধ করতে চাইছে কারণ তারা ভয় পাচ্ছে যে ভুয়ো ভোটাররা ধরা পড়বে।

দিলীপ ঘোষের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় SIR বন্ধ করতে চান যেকোনো মূল্যে, কারণ তিনি জানেন যে এতে তাঁর পরাজয় নিশ্চিত।”দুর্গাপুরের এই ঘটনা বিজেপির SIR-সমর্থক অভিযানের অংশ। দিলীপ ঘোষ ডুগডুগি বাজিয়ে বলেছেন, তৃণমূলের ‘ডুগডুগি’ এবার তাঁরাই বাজাবেন অর্থাৎ তৃণমূলের অভিযোগগুলোকে উল্টে দিয়ে তাদেরই দুর্বলতা তুলে ধরবেন। তিনি আরও বলেছেন, পুলিশ যদি ঠিকমতো কাজ করে, তাহলে একটা তৃণমূল নেতাও বাইরে থাকবে না। এই বিস্ফোরক বক্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন করে আগুন জ্বালিয়েছে।

SIR প্রক্রিয়া চলছে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে। ড্রাফট রোল প্রকাশিত হয়েছে, দাবি-আপত্তির সময় চলছে। তৃণমূল বলছে, এটা গরিব-আদিবাসী-সংখ্যালঘু ভোটারদের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত। বিজেপি বলছে, ভোটার লিস্ট পরিষ্কার করা দরকার। মুর্শিদাবাদের BLO-র আত্মহত্যা নিয়ে তৃণমূল প্রথমে SIR-কে দোষ দিলেও, পরে TMC নেতা ‘বুলেট’ খানকে অভিযুক্ত করে গ্রেফতার করা হয়েছে যা বিজেপির দাবিকে শক্তি দিয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements