জলমগ্ন ঘাটালে এল না হিরণ, পরিস্থিতি পরিদর্শনে দেব!

পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতির পরিদর্শনে এলেন দেব (Dev)। ২০২৪ সালের লোকসভা ভোটে তৃতীয়বারের জন্য জয়ী হয়ে তিনি বর্তমানে ঘাটাল লোকসভার সাংসদ। এই বন্যা পরিস্থিতি…

dev

পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতির পরিদর্শনে এলেন দেব (Dev)। ২০২৪ সালের লোকসভা ভোটে তৃতীয়বারের জন্য জয়ী হয়ে তিনি বর্তমানে ঘাটাল লোকসভার সাংসদ। এই বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বললেন তিনি। তিনি বলেছেন, “ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তৎপর রাজ্য সরকার। এই সম্পর্কে সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে জুলাই মাসে বৈঠকও করেছিলাম।”

আজও কমল না জ্বালানির দাম, মধ্যবিত্তের পকেটে চাপ!

   

প্রসঙ্গত, ডিভিসির ছাড়া জলে এবং নিম্নচাপের কারণে ঘাটালে বিপুল বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর জেরে দোতালা বাড়ি ভেঙে পড়েছে। দোতালা বাড়ির সঙ্গে বাধা আছে নৌকা। ৬ ফুট সমান জলেই চলছে নৌকা নিয়ে যাতায়াত। ঘাটাল থানা ও ঘাটালের একাধিক স্কুলের একতলা একেবারেই জলমগ্ন। পানীয় জলের অভাব তো আছেই সঙ্গে দেখা দিচ্ছে নানা ধরণের পেটের রোগ।

আবারও উত্তরপ্রদেশের রেললাইনে গ্যাস সিলিন্ডার!

এই পরিস্থিতিতে প্রশাসনের পদক্ষেপ নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বিরোধী দল। তাছাড়াও কিছুদিন আগে প্রকাশিত হওয়া টেক্কার টিজার নিয়েও বিতর্কের ঝড় উঠেছিল। বিরোধীদের একাংশ বলেছিল যে ছবির প্রচারে ব্যস্ত থাকায় ঘাটাল মাস্টার প্ল্যানের কথা ভুলে গেছেন সাংসদ তথা অভিনেতা দেব। ঘাটালে দেবের জলমগ্ন পোস্টারের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় উঠেছিল ট্রোলের ঢেউ।

কিন্তু সব দেখেও মুখ খোলেননি অভিনেতা। আজ অর্থাৎ ২২ সেপ্টেম্বর কথায় নয় কাজে জবাব দিলেন অভিনেতা-সাংসদ দেব। নিজের লোকসভার পরিস্থিতি পরিদর্শনে নৌকা করে বন্যা কবলিত মানুষদের কাছে পৌঁছে গেলেন তিনি। প্রসঙ্গত, এই লোকসভা থেকেই বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন হিরণ্ময় চট্টোপাধ্যায়। ভোটের আবহে দেবের বিরুদ্ধে প্রচারও চালিয়েছিলেন জোরকদমে। ভোটে জিততে পারেননি তিনি। তবে ঘাটালের এহেন পরিস্থিতিতে একবারও দেখা মেলেনি তার।