CPIM: ‘জোট ভাঙো তৈরি হও’ শরিকি বিদ্রোহে বেসামাল সিপিআইএম

সিপিআইএমের নিচুতলার সমর্থকরাও ইন্ডিয়া জোটের তুমুল বিরোধী। তাদের বিক্ষোভের কারণ, এই জোটেই আছে তৃণমূল।

pim focus on various political issues

জোট নয় জোট নয় তোলো আওয়াজ! কখনও শরিকি বিদ্রোহ তো কখনও দলেই তুমুল প্রশ্নবান আঘাতে জর্জরিত (CPIM) সিপিআইএম। রাজ্য বামফ্রন্টের মেজ, সেজ, ছোট শরিকদের বিদ্রোহে বেসামাল বড় তরফ সিপিআইএম। এই বিদ্রোহের স্লোগান জোট ভাঙো তৈরি হও…! শিবদাস বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত গণসঙ্গীতটির আদলে বামফ্রন্ট শরিকরা (সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক) লাগাতার হুল ফুটিয়ে চলেছে কেন তৃণমূলের সাথে একই ইন্ডিয়া জোটে আছে সিপিআইএম? আরও এক ধাপ এগিয়ে বামফ্রন্ট শরিকদের হুঁশিয়ারি জোট ছাড়ার।

শুধু বাম শরিকি দ্বন্দ্ব নয়, সিপিআইএমের নিচুতলার সমর্থকরাও ইন্ডিয়া জোটের তুমুল বিরোধী। তাদের বিক্ষোভের কারণ, এই জোটেই আছে তৃণমূল। পরিস্থিতির চাপে সিপিআইএম পলিটব্যুরো বিবৃতি দেয় পশ্চিমবঙ্গে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধেই লড়াই হবে। এর পরেও বাম সমর্থকদের প্রশ্ন, ইন্ডিয়া জোটে থেকেও কী করে তৃণমূল বিরোধী প্রচার সম্ভব? কারণ, তৃণমূল হল ইন্ডিয়া জোটের বড় শরিক দল। সব মিলে বেসামাল সিপিআইএম।

   

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জোটের গেরোয় পুরনো বন্ধুদের হারিয়ে ফেলছে CPIM দলটি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের অন্দরে সব চেয়ে বড় প্রশ্ন I.N.D.I.A জোটের প্রতি বেশি টান নাকি এত বছরের বন্ধুদের প্রতি টান বেশি। তবে জোটের সমন্বয় কমিটিতে তৃণমূল থাকায় CPIM সেই কমিটিতে নেই। তবে সমন্বয় কমিটিতে অপর বাম দল CPI আছে। ফলে তারাও দলীয় সাংগঠনিকস্তরে প্রশ্নের মুখে।

এই মুহূর্তে বামফ্রন্ট শিবিরে ঘুরছে একটাই প্রশ্ন, তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েও তাদেরই সাথে ইন্ডিয়া জোটে কেন? বামফ্রন্ট শরিকদল CPI এর বক্তব্য এ রাজ্যে বিজেপিকে এনেছে তৃণমূল তাহলে সেই তৃণমূলের হাত ধরে কিভাবে ইন্ডিয়া জোটে থেকে বিজেপির বিরোধিতা করা যাবে? আদৌ কি বিশ্বাসযোগ্য এটা?অপর ফ্রন্ট শরিক দল ফরোয়ার্ড ব্লকের আপত্তি কংগ্রেসে। তাদের অভিযোগ, তৃণমূল সম্পর্কে কংগ্রেসের নমনীয় মনোভাব। কংগ্রেসকে নিয়ে বামফ্রন্ট শরিকদের বরাবরই আপত্তি। ২০২১ সালে বাম-কংগ্রেস জোটের তৈরি সংযুক্ত মোর্চার অপর শরিক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একলা লড়াই করার বার্তা দিচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন