রাজ্যে ১০০ দিনের কাজে ফর্মুলা বদল কেন্দ্রের

centre-changes-formula-100-days-work-scheme

নয়াদিল্লি: ১০০ দিনের কাজে MGNREGA এর নাম পরিবর্তন হয়ে গিয়েছে (100-Day Work Scheme)। বিলে এসেছে রামের নাম। মহাত্মা গান্ধীর নাম তুলে দিয়ে সেখানে নাম রাখা হয়েছে আজীবিকা মিশন- জি- রাম জি। তবে শুধু তাই নয় এবার থেকে রাজ্যে কোথায় ১০০ দিনের কাজ হবে তা ঠিক করে দেবে কেন্দ্রই। সুতরাং বলা যেতে পারে ১০০ দিনের কাজ নিয়ে এবার নিজেদের ফর্মুলা বদলাল কেন্দ্র।

আগে ১০০ দিনের কাজের জন্য কেন্দ্র ৯০% টাকা দিত এবং ১০% দিত রাজ্য। এখন ৬০:৪০ অনুপাতে টাকা দেবে কেন্দ্র। অর্থাৎ ৬০% দেবে কেন্দ্র এবং ৪০% দেবে রাজ্য। এই ইস্যুতেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন এতদিন ১০০ দিনের কাজের টাকা নিয়ে নয় ছয় করেছে রাজ্য সরকার। এই টাকা কারুর ব্যাক্তিগত সম্পত্তি নয়। তাই কেন্দ্রের সিদ্ধান্ত একদম সঠিক সিদ্ধান্ত।

   

বাংলার নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য নয়া বিজেপি সভাপতির

পাল্টা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন যে এই প্রকল্পের নাম পরিবর্তন কেন্দ্র করতে পারে না। এই প্রকল্প মহাত্মা গান্ধীর আমলে শুরু হলেও এই প্রকল্প আইনের আওতায় পড়ে। তাই কেন্দ্রীয় সরকার এর নাম বদল করতে পারে না। নতুন বিলে কেন্দ্রের অংশ ৬০ শতাংশ এবং রাজ্যের ৪০ শতাংশ। আগে এমজিএনআরইজিএ-তে অদক্ষ শ্রমিকের মজুরি পুরোটা কেন্দ্র দিত, ম্যাটেরিয়াল খরচের ৭৫ শতাংশও।

উত্তর-পূর্ব ও হিমালয়ের রাজ্যগুলোতে ৯০:১০ থাকলেও অন্য রাজ্যগুলোতে রাজ্যের খরচ বাড়বে। এছাড়া, কাজের পরিকল্পনায় জিআইএস টুলস, পিএম গতিশক্তি লেয়ার ও কেন্দ্রীয় ডিজিটাল স্ট্যাকের উপর জোর দেওয়া হয়েছে, যাতে স্থানীয় পঞ্চায়েতের ভূমিকা কমে কেন্দ্রের নিয়ন্ত্রণ বাড়ে।

কৃষির পিক সিজনে ৬০ দিন পর্যন্ত কাজ বন্ধ রাখার প্রস্তাবও আছে। বিরোধীরা বলছেন, এতে ডিমান্ড-ড্রিভেন প্রকল্পটি কেন্দ্রের নর্মেটিভ অ্যালোকেশনে পরিণত হবে, শ্রমিকদের অধিকার কমবে। তবে তৃণমূল আরও বলেছে যে এই বিল এখনো প্রস্তাবিত হয়নি বা পাশ হয়নি। তাই কেন্দ্রীয় সরকারকে এই বিল নিয়ে এখনই মাতামাতি করা মানায় না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন