তিন আসনে বিরাট মার্জিনে এগিয়ে বিজেপি, উপনির্বাচন নিয়ে চিন্তার ভাঁজ তৃণমূলের কপালে!

leader-of-opposition-suvendu-adhikari-leaks-sensational-information-about-chief-minister-mamata-banerjee

১০ জুলাই রাজ্যের চার আসনে উপনির্বাচন (By Poll)। কেন্দ্রগুলি হল – বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, মানিকতলা। লোকসভা ভোটের নিরিখে এই চারটি বিধানসভার মধ্যে তিনটিতেই বিরাট মার্জিনে এগিয়ে বিজেপি। আর তাতেই চিন্তার ভাঁজ (By Poll) রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের কপালে। লড়াই যে সমানে-সমানে হবে, তা ভালোই বুঝছেন শাসকনেতারা।

কোন বিধানসভা পরিস্থিতির আসনের কী পরিস্থিতি

   

রায়গঞ্জ – একুশের নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে জয় পান বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। চব্বিশের লোকসভা ভোটের নিরিখে রায়গঞ্জ বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট – ৯৩৪০২। তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৪৬৬৬৩ ভোট। আর বাম-কংগ্রেস জোটের দখলে গিয়েছে ১৪৪৭৭ ভোট। অর্থাৎ, এই কেন্দ্রে বিজেপির লিড ৪৬ হাজারেরও বেশি।

রানাঘাট – একুশের নির্বাচনে রানাঘাট কেন্দ্র থেকে জয় পান বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। চব্বিশের লোকসভা ভোটের নিরিখে রানাঘাট বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট – ১২৩৫৬৮। তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৮৬৬৩২ ভোট। আর বাম-কংগ্রেস জোটের দখলে গিয়েছে ২১২১৯ ভোট। অর্থাৎ, এই কেন্দ্রে বিজেপির লিড ৩৬ হাজারেরও বেশি।

রানাঘাট দক্ষিণ কেন্দ্রে ‘হেরো মুকুটেই’ ভরসা রাখল তৃণমূল

বাগদা – একুশের নির্বাচনে বাগদা কেন্দ্র থেকে জয় পান বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। চব্বিশের লোকসভা ভোটের নিরিখে বাগদা বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট – ১১২৭০৪। তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৯২০৯০ ভোট। আর আইএসএফের দখলে গিয়েছে ১৮১১ ভোট। অর্থাৎ, এই কেন্দ্রে বিজেপির লিড ২০ হাজারেরও বেশি।

মানিকতলা – একুশের নির্বাচনে মানিকতলা কেন্দ্র থেকে জয় পান তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে। তাঁর মৃত্যুতে এই আসন বিধায়কশূন্য হয়েছে। চব্বিশের লোকসভা ভোটের নিরিখে মানিকতলা বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট – ৬২৩৮৯। তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৬৬৯৬৪ ভোট। আর বাম-কংগ্রেস জোটের দখলে গিয়েছে ৯৪২১ ভোট। অর্থাৎ, এই কেন্দ্রে তৃণমূলের লিড মাত্র ৩ হাজার।

কেন্দ্রীয় মন্ত্রিত্বে বঞ্চনা! মোদীকে উচিত ‘শিক্ষা’ দিলেন চন্দ্রবাবু নাইডু

কোন কেন্দ্রে তৃণমূল কাকে প্রার্থী করেছে

শুক্রবার এই চার কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। রায়গঞ্জে প্রার্থী করা হয়েছে এই কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী। মানিকতলায় টিকিট দেওয়া হয়েছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে আর বাগদায় প্রার্থী করা হয়েছে মধুপর্ণা ঠাকুরকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন