উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হতে পারেন বিজেপি সাংসদ! জোর জল্পনা

বাংলার চার কেন্দ্রে উপনির্বাচন (By Election 2024) ১০ জুলাই। বাকি ৬ কেন্দ্রেও উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই সময়সূচি অবশ্য ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে উপনির্বাচন…

TMC leader murder at Shantiniketan

বাংলার চার কেন্দ্রে উপনির্বাচন (By Election 2024) ১০ জুলাই। বাকি ৬ কেন্দ্রেও উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই সময়সূচি অবশ্য ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে উপনির্বাচন ঘোষণা না হলেও আচমকা আলোচনার কেন্দ্রে কোচবিহারের সিতাই বিধানসভা। কারণ একটাই, তা হল দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ‘বিজেপি সাংসদ’ অনন্ত মহারাজের সাক্ষাৎ।

পদ্ম-দুর্গ কোচবিহারে এবার ঘাসফুল ফুটিয়েছেন তৃণমূলের জগদীশচন্দ্র বর্মাবসুনিয়া। বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে ৩৯ হাজার ২৫০ ভোটে পরাজিত করেন জগদীশ। আর তার কয়েক সপ্তাহের মধ্যেই কোচবিহারে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের বাড়িতে যান মমতা।

   

আর এই সাক্ষাৎ ঘিরেই জল্পনা শুরু হয়েছে যে সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হতে পারেন অনন্ত মহারাজ। সেই জল্পনা আরও বেড়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর অনন্ত মহারাজ রেলের পরিষেবা প্রশ্ন তোলায়। লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণার পরও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অনন্ত মহারাজ।

মমতাকে টেক্কা দিতে সভাপতি পদে মহিলা মুখ আনছে বঙ্গ বিজেপি! দৌড়ে কারা?

তিনি বলেন, রাজ্য বিজেপি আমাকে ডাস্টবিনে রেখে দিয়েছে। কেউ কোনও যোগাযোগই রাখেন না। প্রার্থী বাছাই নিয়েও আলোচনা করা হয়নি। এদিকে সিতাইয়ের বিধায়ক জগদীশচন্দ্র বর্মাবসুনিয়া বিধায়ক হওয়ায় সেই আসনটি ফাঁকা হয়েছে। কোচবিহারে কান পাতলেই শোনা যাচ্ছে, এই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হতে পারেন অনন্ত মহারাজ।

অনন্তর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়

প্রার্থী হিসেবে অনন্ত মহারাজের নাম ভেসে উঠতেই গ্রেটার কোচবিহারের অপর গোষ্ঠীর নেতা তৃণমূল ঘনিষ্ঠ বংশীবদন বর্মন বেসুরো গাইতে শুরু করেছেন। তাঁর সাফ বক্তব্য, অনন্ত মহারাজ নয়, তৃণমূলকে কোচবিহারের জিতিয়েছি আমরাই। সিতাই কেন্দ্রে প্রার্থী হিসেবে অনন্ত মহারাজ যে তাঁর পছন্দ নয়, সেটাও বকলমে স্পষ্ট করে দিয়েছেন বংশী।

অধীরের ইস্তফা! কে হবেন পরবর্তী সভাপতি? বাড়ছে জল্পনা

শুধু অনন্ত মহারাজ নয়, সিতাই কেন্দ্রে প্রার্থী হিসেবে আরও কয়েকটি নাম নিয়ে জল্পনা চলছে। সেগুলি হল – জগদীশের ভাই দিনহাটা কলেজের অধ্যাপক নারায়ণ বসুনিয়া, দিনহাটা-১ পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ভবেন্দ্রনাথ রায়, তৃণমূলের দিনহাটা-১এ ব্লকের সভাপতি সুধাংশুচন্দ্র রায়, জেলা তৃণমূলের প্রাক্তন মেন্টর তথা দলের প্রাক্তন দিনহাটা-১এ ব্লকের সভাপতি সুবলচন্দ্র রায়।