কোনওক্রমে মানরক্ষা, হারতে হারতে অল্প মার্জিনে ফুটল পদ্ম

দেশজুড়ে ১৩টি আসনে উপনির্বাচন হয়েছিল। মাত্র দুটি আসনে জিতেছে (BJP) ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বাকি ১১টি আসনের মধ্যে ১০টি আসনের জয় পেয়েছে বিরোধীদের জোট ইন্ডিয়া-র…

Two BJP Leader, Narendra Modi and Amit Shah, standing together in a political setting, discussing or addressing a crowd

দেশজুড়ে ১৩টি আসনে উপনির্বাচন হয়েছিল। মাত্র দুটি আসনে জিতেছে (BJP) ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বাকি ১১টি আসনের মধ্যে ১০টি আসনের জয় পেয়েছে বিরোধীদের জোট ইন্ডিয়া-র প্রার্থীরা। একটি আসনে জিতেছেন নির্দল প্রার্থী। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল – দুটি আসনেই খুব অল্পমার্জিনে জিতেছে বিজেপি (BJP)। অনেক কষ্টেই হামিরপুর এবং আমরওয়ারা ফুটেছে পদ্ম।

হিমাচল প্রদেশের হামিরপুরে জিতেছেন বিজেপি প্রার্থী আশিস শর্মা। তাঁর প্রাপ্ত ভোট ২৭,০৪১। দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের পুষ্পিন্দর ভার্মা। তাঁর প্রাপ্ত ভোট ২৫,৪৭০। এই কেন্দ্রে বিজেপির জয়ের ব্যবধান মাত্র ১,৫৭১। মধ্যপ্রদেশের আমরওয়ারাতে জিতেছেন বিজেপি প্রার্থী কমলেশ প্রতাপ শাহ। তাঁর প্রাপ্ত ভোট ৮৩,১০৫। দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেসের ধীরান শাহ। তাঁর প্রাপ্ত ভোট ৮০,০৭৮। এই কেন্দ্রে বিজেপির জয়ের ব্যবধান মাত্র ৩,০২৭।

   

প্রসঙ্গত, গোটা দেশের ১৩টি আসনের মধ্যে ১০টিতে জয় পেয়েছে বিরোধীদের জোট ইন্ডিয়া-র প্রার্থীরা। দুটি আসনে জিতেছে বিজেপি। একটি আসনে নির্দল প্রার্থী জয়লাভ করেছেন। পঞ্জাবের জলন্ধরে পশ্চিমে বিজেপির শীতল অঙ্গুরালে হারিয়ে জয়ী হয়েছেন আম আদমি পার্টির প্রার্থী মহিন্দর ভগত। জয়ের ব্যবধান ৩৭,৩২৫।

মুকুটে নতুন পালক, রানাঘাটে রেকর্ড গড়ে তৃণমূলের ‘নয়নের মণি’ এই অধিকারী

লোকসভা ভোটেই মোদী ম্যাজিক উধাও হয়ে গিয়েছিল। আর উপনির্বাচনে তো ইন্ডিয়া-র দাপটে রীতিমতো কুপোকাত বিজেপি। ১৩টি কেন্দ্রে জয়ের ব্যবধানের দিকে তাকালেই বিজেপির দুর্দশার ছবিটা স্পষ্ট হবে। কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি, ডিএমকের মতো প্রার্থীরা যেখানে ১০-২০ হাজার ভোটে জিতেছে সেখানে বিজেপির দুটি কেন্দ্রে জয়ের ব্যবধান ১,৫৭১ এবং ৩,০২৭।

বাংলার চারটি আসনে উপনির্বাচন হয়েছিল। এর মধ্যে তিনটি আসন বিজেপির হাতছাড়া হয়েছে। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলার উপনির্বাচনে জিতেছে তৃণমূল। অথচ ২০২১-এর বিধানসভা নির্বাচনে মানিকতলা বাদে তিনটি আসনই ছিল বিজেপির দখলে।

লোকসভা ভোটের মাঝপথে কেঁদেছিলেন, মানিকতলা জিতিয়ে ‘চাণক্য’ সেই কুণালই