Suvendu Adhikari: ভাইপোকে প্রায়শ্চিত করার পরামর্শ দিয়ে ‘শুভনন্দন’ জানালেন শুভেন্দু

Suvendu Adhikari Mocks Abhishek Banerjee with Repeated Name Chants
Suvendu Adhikari Mocks Abhishek Banerjee with Repeated Name Chants

২০১৯ সালে এবং ২০২১ সালের নির্বাচনে বিজেপিকে (BJP) ভোট দিয়ে পাপ করেছে বাঁকুড়ার মানুষ। খালি কেটে কুমির আনা হয়েছে। বুধবার ওন্দার সভা থেকে এমনটাই আক্রমণ শানান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC leader Abhishek Banerjee)। পাল্টা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হুঁশিয়ারি পাপের প্রায়শ্চিত্ত করতে হবে ভাইপোকেই। একইসঙ্গে নো ভোট টু মমতার স্লোগান তুলে জানালেন, এই সরকারকে সরাতে হবে।

শুভেন্দুর বার্তা, পরিবারতন্ত্র, তোষণের রাজনীতি আর দুর্নীতিমুক্ত বাংলা গড়বে বিজেপি। একইসঙ্গে তৃণমূল দল সর্বভারতীয় তকমা হারাতে খোঁচা দিতে পিছু হটেননি বিরোধী দলনেতা। তাঁর কথায়, পয়লা বৈশাখের আগে বাংলাকেই সীমাবদ্ধ হয়ে গিয়েছে তৃণমূল। এরপরেই তিনি বলেন, কী সুন্দর খবর পেলেন গত পরশুদিন রাতে। শুভ বৈশাখের প্রাক্কালে ‘শুভনন্দন’ জানিয়ে সর্বভারতীয় দল পশ্চিমবঙ্গের অঞ্চলে সীমাবদ্ধ হইয়া গেল। এই উপলক্ষে ভাইপোসহ সমস্ত চোরকে বিজেপির পক্ষ থেকে ‍‘শুভনন্দন’ জানাচ্ছি।

   

একইসঙ্গে এদিনের সভা থেকে অভিষেক বলেন, রায়গঞ্জ কোনওদিন তৃণমূলের ছিল না, আগেও ছিল না, এবারও থাকবে না। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ মিলে লোকসভায় দেড় লক্ষ বেশি ভোট পাব। বিজেপি ১৮টি লোকসভা আসন জেতার পরে তৃণমূলের দোকান বন্ধ হয়েছিল। আমি বেরোনোর পরে তৃণমূলের দোকান খুলেছিল, এর জন্য ক্ষমা চাইছি।

একইসঙ্গে জানালেন, রায়গঞ্জ আসনে জয়লাভ করবে বিজেপি। পাশাপাশি যে দুটি আসনে বিধায়করা দলবদল করেছেন সেই আসনে দেড় লক্ষ ভোটে জয়লাভ করবেন। অন্যদিকে, তাঁর বক্তব্য, এনআরসি নিয়ে আর ধাপ্পাবাজিতে যাবেন না।সম্প্রতি এই ইস্যুতেই কয়েকদিন আগেই রিষড়াকাণ্ডের পর শুভেন্দু বলেছিলেন, একটা বিশেষ সম্প্রদায়কে তৃণমূল কংগ্রেস, ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন