Lok Sabha Election: বিজেপির নজরে শেষ ৩ দফার ভোট

এ রাজ্যে ভোটের (Lok Sabha Election) স্লগ ওভারে ভিনরাজ্যের হেভিওয়েট নেতাদের ময়দানে নামাচ্ছে বিজেপি (Lok Sabha Election)। শিবরাজ সিং চৌহান থেকে অর্জুন মুন্ডা, তালিকায় অনেকের…

nandigram-bjp-mandal-president-was-arrested-by-the-police

এ রাজ্যে ভোটের (Lok Sabha Election) স্লগ ওভারে ভিনরাজ্যের হেভিওয়েট নেতাদের ময়দানে নামাচ্ছে বিজেপি (Lok Sabha Election)। শিবরাজ সিং চৌহান থেকে অর্জুন মুন্ডা, তালিকায় অনেকের নাম।

চার দফা ভোট শেষ। ভোট হয়ে গেছে বাংলার ১৮টি লোকসভা আসনে। বাকি আর তিন দফা। এই তিন দফায় ভোট হবে ২৪ আসনে। যার মধ্যে বেশিরভাগই তৃণমূলের দখলে। অর্থাৎ বিজেপির সামনে কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মোকাবিলায় এবার ভিন রাজ্যের নেতাদের নামাচ্ছে বিজেপি। ভোট প্রস্তুতিতে টিপস দেওয়ার পাশাপাশি প্রচারের ময়দানেও ঝড় তুলবেন ভিন রাজ্যের হেভিওয়েট বিজেপি নেতারা।

   

রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, অসমের মতো বিজেপি শাসিত রাজ্যে ভোট শেষ। সেই সব রাজ্যের নেতারাই এবার নামবেন বাংলার ভোট-যুদ্ধে। যেমন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুণ্ডা।

PoK: ‘৪০০ সিট দিন, পাক-অধিকৃত কাশ্মীর ছিনিয়ে আনবেন মোদী’, বড় ঘোষণা হিমন্তের

ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্যে বিজেপি ফাটল ধরাতে চায়। বারবার এমন অভিযোগ তোলে বিরোধী শিবির। পর্যবেক্ষকদের একাংশের মতে, প্রচারে বিভিন্ন রাজ্যের নেতাদের নিয়ে আসার বিষয়টিকে অস্ত্র করে কৌশলে বিরোধীদের জবাব দিয়েছে বিজেপির বঙ্গ ব্রিগেড। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘এটাই ভারত, এটাই বিজেপি। ওখানকার লোকরা আসবে। এখানকার লোকেরাও তো ওখানে গিয়েছে প্রচার করতে।’

মার্চের শুরু থেকে এখনও পর্যন্ত বাংলায় ১৬টি জনসভা করেছেন নরেন্দ্র মোদি। একাধিক সভা ও রোড শো করেছেন অমিত শাহ। বাংলায় সভা করে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার শেষ তিন দফার ভোটে ভিন রাজ্যের বিজেপি নেতারা বিশেষ দায়িত্ব নিয়ে ময়দানে ঝাঁপাবেন। সব লোকসভা কেন্দ্রে বিধানসভাওয়াড়ি দায়িত্ব দেওয়া হয়েছে ভিন রাজ্যের নেতাদের। এভাবেই শেষ তিন দফার ভোটে বাজিমাত করতে চাইছে পদ্ম ব্রিগ্রেড। ভিন রাজ্যের নেতাদের নামানোর কৌশল কতটা কাজে দেয় এখন সেটাই দেখার। ফল জানা যাবে আগামী চৌঠা জুন।

Priyanka Gandhi: কেন ভোটে লড়ছেন না? বিরাট কারণ জানালেন প্রিয়াঙ্কা গান্ধী