Dilip Ghosh: ‘উত্তরবঙ্গে বিজেপির ঝড় শুরু হয়ে গেছে’, মন্তব্যে দিলীপকে সমালোচনা

BJP Leader Dilip Ghosh Slams TMC’s Temple Construction as an Election Ploy
BJP Leader Dilip Ghosh Slams TMC’s Temple Construction as an Election Ploy

কালবৈশাখীর মরশুমে উত্তরবঙ্গে ব্যাপক ঝড়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়ের দাপটে সবচেয়ে বেশি। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। মারা গিয়েছেন ৫ জন। হতাহতের সংখ্যা অসংখ্য। বিপর্যয়ের জেরে উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হেলিকপ্টারে ছুটে গিয়েছেন আহত মানুষদের দেখতে। যখন ঝড় নিয়ে উদ্বেগে সবাই তখনই প্রাকৃতিক দুর্যোগ প্রসঙ্গে আলটপকা মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

দিলীপের মতে এই ঝড় নাকি বিজেপির ঝড়। দিলীপ ঘোষ বলেছেন, ‘ঝড় তো উত্তরবাংলায় শুরু হচ্ছে। ভোট আসছে বিজেপির ঝড় শুরু হয়ে গিয়েছে। তাতে সব লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। এই সময় কালবৈশাখী হওয়াই স্বাভাবিক। তবে উত্তরবাংলায় এই ধরণের কালবৈশাখী আমরা প্রথম দেখলাম। খুব ভয়ঙ্কর হয়েছে।’

   

তিনি আরও বলেন, ‘অনেক হতাহত হয়েছে, অনেকে মারাও গিয়েছে। আবহাওয়া এবার খুব খারাপ চলছে, ডিসেম্বর মাস থেকে। ১০ দিন অন্তর বৃষ্টি হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ সামলানো সরকারের দায়িত্ব। আমাদের পার্টির লোকেরাও সাহায্য করবে। আমি আশা করব তাড়াতাড়ি মানুষ এই দুর্যোগ কাটিয়ে উঠবেন।’

দিলীপ ঘোষের এমন মন্তব্যের সমালোচনা করেছেন অনেকে। ওয়াকিবহল মহলের মতে, প্রাকৃতিক দুর্যোগকে এভাবে রাজনীতির সঙ্গে মেলানো সঠিক নয়। দিলীপ ঘোষের মন্তব্যের জেরে মানুষের মনে বিরূপ ধারণা হতে পারে বলেই মনে করা হচ্ছে। গতবারের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে ভালো ফলাফল করেছে বিজেপি। এবারের নির্বাচনে আরও ভালো ফল করবে দল এমনই ইঙ্গিত দিয়েছে দিলীপ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন