বেঙ্গালুরু: রাস্তার গর্তে অতিষ্ঠ শহরবাসী, অথচ প্রশাসনের হেলদোল নেই। তাই ক্ষোভে ফেটে পড়লেন এক সাধারণ নাগরিক। নিজের পকেটের টাকায় এলাকার রাস্তায় গর্ত ভরতে নামলেন তিনি। কিন্তু, তাঁর সেই উদ্যোগ মাত্র এক ঘণ্টার মধ্যেই ভেস্তে গেল এক জলবাহী ট্যাঙ্কার তাঁর মেরামত করা জায়গার উপর দিয়ে চলে যাওয়ায় পুরো কাজ নষ্ট হয়ে গেল।
ঘটনাটি বেঙ্গালুরুর এক আবাসিক এলাকার। ওই বাসিন্দা নিজের অভিজ্ঞতা Reddit-এ শেয়ার করে লেখেন, “রাস্তার গর্তে বিরক্ত হয়ে নিজের টাকায় গর্তগুলো ভরার সিদ্ধান্ত নিলাম। কাজ শেষ করে এক ঘণ্টাও কাটেনি, হঠাৎ এক ট্যাঙ্কার এসে ওই জায়গায় চড়ে বসল। এমনকি গর্তের চারপাশে পাথর দিয়ে যে চিহ্ন রেখেছিলাম, তাও সরিয়ে দিল!”
ব্যক্তি আরও লিখেছেন, “ট্যাঙ্কার চালককে জিজ্ঞেস করলে সে উল্টে বলল, রাস্তা যদি ভালো হত তাহলে ওটা হতো না! এমনকি তর্ক জুড়ে দিল আমরা যদি রাতে কাজটা করতাম তাহলে সমস্যা হতো না। যেন আমি আমার নিজের জন্য করেছি, সমাজের জন্য নয়!” এই ঘটনার পর ওই বাসিন্দা হতাশ হয়ে লিখেছেন, “এই শহরের জন্য ভালো কিছু করতে গেলেই কেউ না কেউ এসে তা নষ্ট করে দেয়। আমার টাকাও গেল, পরিশ্রমও।” তাঁর পোস্টের শিরোনাম ছিল “This city will never get better.”
ঘটনাটি ভাইরাল হতেই নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলেছেন, “পুরো রাউডি আচরণ! শহরে আরও কঠোর পুলিশি নজরদারি দরকার।” আরেকজন মন্তব্য করেছেন, “আপনি যা করেছেন, সেটা দারুণ কাজ। এটা যেন আপনাকে নিরুৎসাহিত না করে।” কেউ কেউ মজার ছলে লিখেছেন, “পরের বার গর্তের চারপাশে পেরেক রেখে দিন বলবেন জানেন না কে করেছে!”
এই ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে বেঙ্গালুরুর নাগরিকদের ক্রমবর্ধমান ক্ষোভ। মাত্র এক সপ্তাহ আগে শহরজুড়ে “No Roads, No Tax” স্লোগানে বিক্ষোভ দেখিয়েছিলেন সাধারণ মানুষ। খারাপ রাস্তা, জল জমে থাকা এবং প্রশাসনিক অব্যবস্থার বিরুদ্ধে তারা সরব হন। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল সেই প্রতিবাদের ভিডিও, যেখানে দেখা গিয়েছিল নাগরিকরা প্ল্যাকার্ড হাতে চিৎকার করছেন “কর বন্ধ কর, আগে রাস্তা ঠিক কর!”
ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, “No Roads, No Tax! বেঙ্গালুরুর নাগরিকরা অদক্ষ সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ। ভারতের এখন অবকাঠামোগত বিপ্লব দরকার, দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের জবাবদিহি করতে হবে।” বিশেষজ্ঞদের মতে, বেঙ্গালুরু এখন দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল শহর হলেও এর রাস্তা ও মৌলিক পরিকাঠামো সেই হারে উন্নত হয়নি। বর্ষায় শহরের রাস্তায় বড় গর্ত তৈরি হয়, যা প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবুও, সিটি কর্পোরেশন বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এই ঘটনার পর বহু নাগরিক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বেঙ্গালুরুকে আইটি সিটি বলা হয়, কিন্তু মাটির রাস্তাগুলো যেন গ্রামের চেয়েও খারাপ। নাগরিকরাই এখন নিজেরা মেরামতের দায় নিচ্ছেন, অথচ সরকার নীরব।”