Baranagar Bypoll: বরানগরে হেভিওয়েট প্রার্থী দিল সিপিএম, কে তিনি?

তৃণমূল, বিজেপির পর এবার বরানগর উপনির্বাচনে (Baranagar Bypoll) প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। সিপিএম নেতা তথা উত্তর দমদমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে প্রার্থী করেছে বামেরা। উত্তর…

তৃণমূল, বিজেপির পর এবার বরানগর উপনির্বাচনে (Baranagar Bypoll) প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। সিপিএম নেতা তথা উত্তর দমদমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে প্রার্থী করেছে বামেরা। উত্তর ২৪ পরগনা জেলা সিপিএমের সম্পাদকমণ্ডলীর সদস্য তন্ময়ের সুবক্তা হিসাবে পরিচিতি আছে। একই সঙ্গে বারাসত লোকসভা কেন্দ্রের প্রার্থী বদল করেছে বামফ্রন্ট। আগের প্রার্থী প্রবীর ঘোষের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগ ওঠায় ওই কেন্দ্রের প্রার্থী বদল করা হয়েছে বলে খবর। প্রবীরের পরিবর্তে বারাসতের প্রার্থী করা হয়েছে ফরওয়ার্ড ব্লক নেতা সঞ্জীব চট্টোপাধ্যায়কে।

Advertisements

বরানগরে তৃণমূল প্রার্থী করেছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। আর বিজেপি টিকিট দিয়েছে কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষকে। বিধানসভা উপনির্বাচনে টিকিট পেয়ে সায়ন্তিকা বলেছিলেন, ‘আমি আমার দলের কাছে কৃতজ্ঞ। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। আমরা এই লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছি। আমি আশাবাদী। যেমন ভাবে এই সিটটা তৃণমূল কংগ্রেসের কাছে ছিল এবং জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, সেই ভাবেই এই সিটটা আমরা আমাদের নেত্রীর কাছে তুলে দিতে পারব। সুস্থ, সুন্দর রাজনৈতিক লড়ায়ের জন্য আমরা প্রস্তুত।’

Advertisements

আর তৃণমূল প্রার্থী হিসেবে সায়ন্তিকার নাম ঘোষণার পর বিজেপি প্রার্থী সজল ঘোষ বলেছিলেন, ‘সায়ন্তিকা হোক, অ্যাকোয়াটিকা হোক, আমাদের কোনও আপত্তি নেই। আমাদের এই লড়াই কোনও অভিনেত্রীর বিরুদ্ধে নয়, আমাদের লড়াই দলনেত্রীর বিরুদ্ধে।’ অভিনেত্রী সায়ন্তিকাকে খোঁচা দিয়ে সজল ঘোষ আরও বলেন, ‘মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা ফুঁ দিয়ে খা – এই জাতীয় কথা বলবেন না। এটা আমাদের সংস্কৃতির সঙ্গে খুব একটা যায় না। সিনেমায় চলতে পারে।’

বরানগর কেন্দ্রের বিধায়ক তাপস রায় মাসখানেক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। পদত্যাগ করেন বিধায়ক পদ থেকেও। তাঁর ইস্তফার তিন মাসের মাথায় নতুন বিধায়ক নির্বাচিত করবেন বরানগরের মানুষ। ১ জুন সপ্তম দফায় হবে দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন। এই লোকসভা কেন্দ্রের অধীনে থাকা বরানগর বিধানসভার উপনির্বাচনও হবে ওই দিনেই। প্রসঙ্গত, বরানগরের পদত্যাগী তৃণমূল বিধায়ক তাপস রায়কে উত্তর কলকাতা কেন্দ্র থেকে লোকসভা ভোটের টিকিট দিয়েছে বিজেপি।