HomeBharatPoliticsআগামীকাল ১২টা থেকে শুরু বাবরির কোরান তেলাওয়াত

আগামীকাল ১২টা থেকে শুরু বাবরির কোরান তেলাওয়াত

- Advertisement -

বহরমপুর: বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হচ্ছেই। তৃণমূল কংগ্রেস (Babri Mosque foundation)থেকে সাসপেন্ড হয়েও দমছেন না ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আগামীকাল ৬ ডিসেম্বর ধুমধাম করে বাবরি মসজিদ স্থাপনের প্রথম ধাপ অনুষ্ঠিত হতে চলেছে। দুপুর ১২ টা থেকে শুরু হবে কোরান তেলাওয়াত যা চলবে ২ ঘন্টা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন অনুষ্ঠান সূচি যেমন ছিল তেমনই আছে।

তিনি আরও বলেন যে জমি নিয়ে কোনও বিবাদ নেই। হুমায়ুন কবিরের এই সিদ্ধান্ত TMC-এর জন্য মুশকিল তৈরি করেছে। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার দল তাকে সাসপেন্ড করে, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করেন, “আমরা লক্ষ্য করেছি, মুর্শিদাবাদের এক বিধায়ক হঠাৎ করে বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিয়েছেন। কেন হঠাৎ বাবরি মসজিদ? আমরা আগেই সতর্ক করেছিলাম।

   

৭০০ ফ্লাইট বাতিল, ভাড়া ‘অসহনীয়’! দিল্লি থেকে একমুখী টিকিট ছাড়াল ৬৫ হাজার

দলের সিদ্ধান্ত অনুসারে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হচ্ছে।” TMC-এর নেতারা বলছেন, এটা সাম্প্রদায়িক রাজনীতির চেষ্টা, যা বাংলার শান্তি-সম্প্রীতি নষ্ট করবে। আসলে, কবিরের এই পরিকল্পনা দলের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিজেপি এটাকে হাতিয়ার করে TMC-কে আক্রমণ করছে, আর রাজ্যপাল সি.ভি. আনন্দ বোসও এর বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন।

মুর্শিদাবাদে এপ্রিল মাসে ওয়াকফ (আমেন্ডমেন্ট) বিল নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, যাতে তিনজন নিহত এবং শত শত মানুষ বাস্তুহারা হয়েছে। এই পটভূমিতে কবিরের অনুষ্ঠান আইন-শৃঙ্খলার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ বলে প্রশাসন মনে করছে।কিন্তু হুমায়ুন কবির থামছেন না। সাসপেনশনের খবর পেয়ে তিনি বেরহামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সমাবেশ থেকে মাঝপথে চলে আসেন। সাংবাদিকদের বলেন, “এটা ইচ্ছাকৃত অপমান।

আমি বিধায়ক পদ থেকে পদত্যাগ করব এবং ২২ ডিসেম্বর মুর্শিদাবাদে নিজের নতুন দল গঠন করব। বিজেপি এবং তৃণমূল দুটোকেই চ্যালেঞ্জ করব।” তিনি আরও বলেন, “অনুষ্ঠান হবেই। গ্রেফতার হই বা মারা যাই, বাধা দেওয়া হলে হাইওয়ে বন্ধ করে দেব।”

কবিরের রাজনৈতিক ইতিহাসও ঝড়ো। ২০১৫ সালে TMC থেকে ছয় বছরের সাসপেনশন পেয়ে তিনি ২০১৮ সালে বিজেপিতে যোগ দেন এবং ২০১৯ লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ থেকে লড়েন। ২০২১ সালে আবার TMC-এ ফিরে আসেন। এখন এই ‘বাবরি মসজিদ’ ঘোষণা তার রাজনৈতিক ভবিষ্যতের নতুন অধ্যায় লিখতে পারে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular