চাকরি বিক্রি করে অরুপকে লেটার প্যাড কিনে দেওয়ার আর্জি তরুণজ্যোতির

aroop-biswas-resignation-tarunjyoti-tiwari-letter-pad-jibe

কলকাতা: ক্রীড়া মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে পদত্যাগ করলেন অরূপ বিশ্বাস (Aroop Biswas Resignation)। সাদা কাগজে চিঠি লিখে পদত্যাগ করেন অরূপ। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ফের একবার কটাক্ষের শিকার হতে হয়েছে প্রাক্তন ক্রীড়া মন্ত্রীকে। বিজেপি নেতা এবং আইনজীবি তরুণজ্যোতি তিওয়ারি অরূপকে কটাক্ষ করে বলেছেন “পশ্চিমবঙ্গে শুধু চিরকুটের চাকরিই হয় না, চিরকুটে ইস্তফাও হয়।”

তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। কারণ এই বক্তব্যে ব্যাঙ্গ থাকলেও লুকিয়ে আছে চরম সত্য। বাংলায় চাকরি চুরিকে কেন্দ্র করে উঠে এসেছিল এই চিরকুট তথ্য যেখানে দেখা গিয়েছিল চিরকুটে লেখা নামে ভুয়ো চাকরি পেয়েছিল বহু প্রার্থী। তাই তরুণজ্যোতিও সন্দেহ প্রকাশ করে বলেছেন যে লেটার প্যাড ছাড়া সাদা কাগজে ইস্তফা দিয়েছেন অরূপ পরে তিনি আবার অস্বীকারও করতে পারেন।

   

অরূপকে বিদায় দিয়ে “খেলা” হাতে নিলেন মমতা

তরুণজ্যোতি তিওয়ারি আরও একধাপ এগিয়ে রাজ্যের অর্থ দফতর নিয়েও কটাক্ষ করেন। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের অর্থ দফতর মুখ্যমন্ত্রীর অধীনে। আমি উনাকে অনুরোধ করব, সরকারি মন্ত্রীদের জন্য কিছু লেটার প্যাড বানিয়ে দেওয়ার টাকা যেন স্যাংশন করা হয়।” তাঁর বক্তব্যে স্পষ্ট ব্যঙ্গ—মন্ত্রীদের পদত্যাগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি সাদা কাগজে লেখা চিরকুটে জানানো হয়, তবে অন্তত সরকারি লেটার প্যাডের ব্যবস্থা করা হোক।

এই মন্তব্যের পরই তরুণজ্যোতি তিওয়ারি আরও তীব্র ভাষায় আক্রমণ শানান। তিনি বলেন, “এইটুকুর জন্য টাকার অভাব হবে না। একটা চাকরি বিক্রি করলেই হয়ে যাবে—সব মন্ত্রীর জন্য অনেক অনেক কাগজ।” তাঁর এই মন্তব্যে সরাসরি চাকরি দুর্নীতির প্রসঙ্গ টেনে আনা হয়েছে, যা শাসক দলের জন্য অস্বস্তিকর বলেই মনে করছে রাজনৈতিক মহল।

রাজনৈতিক মহলের একাংশের মতে, অরূপ বিশ্বাসের পদত্যাগপত্রের ভাষা ও রূপ—দুটোই প্রশ্নের ঊর্ধ্বে নয়। তাঁদের দাবি, যদি সত্যিই তদন্তের স্বার্থে পদত্যাগ করা হয়ে থাকে, তবে তা সরকারি প্রথা মেনে হওয়া উচিত ছিল। সাদা কাগজে হাতে লেখা চিঠি পুরো বিষয়টিকে নাটকীয় করে তুলেছে বলেই বিরোধীদের অভিযোগ। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কটাক্ষের তীব্র প্রতিবাদ করা হয়েছে।

তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন “বিরোধীরা বিষয়টিকে নিয়ে অযথা কুৎসা করছে। কিন্তু মমতা বন্দোপাধ্যায় রাজ্ ধর্ম পালন করেছেন। তিনি বলেন পদত্যাগের সিদ্ধান্তটি ব্যক্তিগত ও নৈতিক দায়িত্ব থেকে নেওয়া হয়েছে। চিঠির কাগজ বা ফরম্যাট নিয়ে কটাক্ষ করে আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে।” তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বিরোধী শিবির। তাদের এই মুহূর্তে দাবি অরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হোক অবিলম্বে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন