TMC loses its status: তৃণমূলে গুঞ্জন ‘ভাইপো সব ডোবাবে’, CPIM সর্বভারতীয় দল

Abhishek Banerjee, TMC leader

পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের পর মমতা বন্দ্যোপাধ্যায় বার ধাক্কা প্রথম খেল তৃ়ণমূল কংগ্রেস (TMC)। পশ্চিমবঙ্গের শাসক দলটি সর্বভারতীয় তকমা হারাল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যেহেতু CPIM এর সর্বভারতীয় রাজনৈতিক তকমা অটুট থাকল তাই রাজনৈতিক দিক থেকে মমতা পিছিয়ে পড়লেন। যদিও পশ্চিমবঙ্গ বিধানসভায় বাম প্রতিনিধিরা নেই। আর ত্রিপুরায় বিরোধী আসনেও নেই সিপিআইএম। তবে কেরলে বাম সরকার চলছে।

এদিকে সর্বভারতীয় তকমা হারিয়ে তৃ়ণমূলের অন্দরে শুরু আলোড়ন। এতদিন দলটির ‘সর্বভারতীয় সাধারণ সম্পাদক’ হিসেবে বলা হত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি এবার নিজের সাংগঠনিক পদ থেকে ‘সর্বভারতীয়’ শব্দটি বাদ দেবেন কিনা প্রশ্ন উঠছে।

   

একাধিক রাজ্যে অভিষেকের নেতৃত্বে দলীয় সংগঠনের ভার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অন্দরে কানাঘুষো চলছে, ‘ভাইপো ডোবাবে পুরো দল’। তৃণমূলের মধ্যে এখন অভিষেকের গোষ্ঠি শক্তিশালী। পুরনো নেতাদের সাথে দ্বন্দ্ব বাড়ছে। এই পরিস্থিতিতে সর্বভারতীয় তকমা হারিয়ে পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক কটাক্ষের মুখে তৃণমূল কংগ্রেস ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন