লোকসভা ভোটের প্রাক্কালে আবার উদ্ধার টাকার পাহাড়। একটি ট্রাকের পিছনে ধাওয়া করে পুলিশ উদ্ধার করল কোটি টাকা। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরের সূত্রে জানা গিয়েছে গরিকাপাড়ুতে নাকা তল্লাশি চালানোর সময় একটি ট্রাক থেকে উদ্ধার হয় টাকার পাহাড়। জানা গিয়েছে যে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় ওই ট্রাকটিতে। সেই অভিযানেই ওই ট্রাক থেকে উদ্ধার হয় কোটি টাকা। এত বিপুল টাকা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ট্রাকের ভিতরে ৫০০ টাকার নোট দেখতে পান পুলিশকর্মীরা। প্রায় আট কোটি টাকা রয়েছে সেখানে। আটক করা হয়েছে ট্রাকের চালক ও তাঁর সহকারীকে। আরও জানা গিয়েছে যে গুন্টুরের দিক যাচ্ছিল ট্রাকটি। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। খতিয়ে দেখা হচ্ছে এই টাকা কি ভোটের কোনও কাজে ব্যবহার করা হবে বলে নিয়ে যাওয়া হচ্ছিল! ভোটের মুখে এই মোটা টাকা উদ্ধার হওয়ার ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
আগামী সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফার নির্বাচন। সেদিনই অন্ধ্রপ্রদেশের ২৫ আসনের ভোট। আর তার ঠিক আগেই ভোটমুখী রাজ্যে উদ্ধার হল প্রায় ৮ কোটি টাকা। ভোটের বাজারে বিভিন্ন রাজ্য থেকেই নাকা তল্লাশিতে উদ্ধার হচ্চে বিপুল পরিমাণ টাকা। সূত্র মারফৎ আরও জানা গিয়েছে যে বাজেয়াপ্ত হওয়া সমস্ত টাকা তুলে দেওয়া হয়েছে জেলার স্ক্রুটিনি দলের হাতে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতদের।