জি ২০ বৈঠকের পর ফের ভারতে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন। তাঁঁর (Joe Biden) সফরে সবুজ সংকেত দিল ওয়াশিংটন। জানা যাচ্ছে আসন্ন সাধারণতন্ত্র দিবসে ২৬ জানুয়ারি তিনি নয়াদিল্লিতে এবারের অতিথি হবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, G20 শীর্ষ সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের সময় ভারতের সাধারণতন্ত্র দিবস উদযাপনে যোগদানের আমন্ত্রণ প্রেসিডেন্ট বাইডেনের কাছে দেওয়া হয়েছিল।
ভারতের কৌশলগত, কূটনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ এবং সংশ্লিষ্ট দেশের সাথে দেশের সম্পর্কের কথা মাথায় রেখে সাধারণতন্ত্র দিবস উদযাপনের জন্য প্রধান অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি 2023 সালে, বারাক ওবামা (2015), রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (2007), ফ্রান্সের নিকোলাস সারকোজি (2008) এবং ফ্রাঁসোয়া ওলান্দ (2016) সহ বহু রাষ্ট্রপ্রধান অতীতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন৷