আমেরিকায় রাষ্ট্রসংঘের অধিবেশনে যাচ্ছেন না মোদী, কূটনৈতিক বার্তা দেবেন জয়শঙ্কর

নয়াদিল্লি: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের (UNGA) উচ্চপর্যায়ের ৮০তম অধিবেশনে এ বছর আর শোনা যাবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠস্বর। শুক্রবার প্রকাশিত সংশোধিত বক্তৃতার তালিকা জানাচ্ছে, ২৭…

PM to skip general debate at UN

নয়াদিল্লি: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের (UNGA) উচ্চপর্যায়ের ৮০তম অধিবেশনে এ বছর আর শোনা যাবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠস্বর। শুক্রবার প্রকাশিত সংশোধিত বক্তৃতার তালিকা জানাচ্ছে, ২৭ সেপ্টেম্বর ভারতের পক্ষে বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর।

এর আগে জুলাইয়ে প্রকাশিত প্রাথমিক তালিকায় উল্লেখ ছিল, ২৬ সেপ্টেম্বর মোদী ভাষণ দেবেন। সেদিনই মঞ্চে থাকবেন ইজরায়েল, চিন, পাকিস্তান ও বাংলাদেশের রাষ্ট্রপ্রধানেরা। তালিকা বদলে যাওয়ায় এ বছর সেই বহুল আলোচিত দিনে মোদীকে আর মঞ্চ ভাগ করবেন না।

   

ট্রাম্পের প্রত্যাবর্তন ও নজরকাড়া ভাষণ

২৩ সেপ্টেম্বর সাধারণ বিতর্কের সূচনা করবে ব্রাজিল। তার পরই বক্তব্য রাখবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পর এটিই হবে তাঁর প্রথম রাষ্ট্রসংঘ ভাষণ।

ট্রাম্পের বক্তব্য ঘিরে বিশেষ আগ্রহ রয়েছে দিল্লিরও। সম্প্রতি প্রকাশ্যে তিনি ভারতের রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে কড়া সমালোচনা করেছেন। ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে তাঁর মন্তব্য—আমেরিকা নাকি “ভারত ও রাশিয়াকে চিনের কাছে হারিয়েছে।” পরে অবশ্য সুর নরম করে জানান, তিনি কেবল “খুব হতাশ”। এর জেরেই তাঁর প্রশাসন ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে।

তবে কূটনৈতিক উষ্ণতা ধরে রাখতে ট্রাম্প আবারও মোদীর প্রশংসা করে বলেন, “মোদী মহান প্রধানমন্ত্রী। আমরা সবসময় বন্ধু থাকব। ভারত-আমেরিকার সম্পর্ক বিশেষ। মাঝে মাঝে মতপার্থক্য হয়, কিন্তু উদ্বেগের কিছু নেই।”

বাণিজ্যিক চাপ ও কূটনৈতিক সমীকরণ PM to skip general debate at UN

মাসখানেক আগেই ঘোষিত আমেরিকার শুল্ক আরোপকে গত কয়েক বছরের মধ্যে ভারতের বিরুদ্ধে সবচেয়ে কঠোর বাণিজ্যিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সম্পর্কের আবহ আরও তিক্ত হয়, যখন ট্রাম্প সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) তিয়ানজিন সম্মেলনের একটি ছবি শেয়ার করেন—যেখানে মোদীকে দেখা যায় ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে। ইঙ্গিত যেন স্পষ্ট: দিল্লি মস্কো-বেজিং ঘনিষ্ঠতায় ঝুঁকছে। যদিও ভারত সরকার এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

ব্যস্ততম কূটনৈতিক সপ্তাহ

৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাষ্ট্রসংঘের ৮০তম অধিবেশন। এবারের মূল স্লোগান— “Better together: 80 years and more for peace, development and human rights।” যার অর্থ, শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের পথে—৮০ বছরের যাত্রা, আরও অগ্রযাত্রা৷ 

Advertisements

বিশেষ কর্মসূচি:

২২ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের ৮০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

২৪ সেপ্টেম্বর: জলবায়ু সম্মেলন ও বেইজিং ঘোষণার ৩০ বছর পূর্তি

বৈশ্বিক অর্থনীতি, যুবসমাজ, মানসিক স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ, পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং রোহিঙ্গা সঙ্কট নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

বিশ্লেষকদের মতে, এ বছরের রাষ্ট্রসংঘ অধিবেশন শুধু পশ্চিম এশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটেই নয়, বরং বৃহৎ শক্তিগুলির নতুন সমীকরণও স্পষ্ট করে তুলবে। সেই সঙ্গে, মোদীর অনুপস্থিতি যে আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে বিশেষ তাৎপর্য তৈরি করবে, তা নিয়েও সংশয় নেই।

Bharat: India’s Prime Minister Narendra Modi will not address the 80th UN General Assembly, with External Affairs Minister S. Jaishankar speaking instead. The move comes as US President Donald Trump is set to deliver his first UN speech since returning to office, amidst rising US-India trade tensions and Trump’s recent criticism of India.