নয়াদিল্লি: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বাজপেয়ীর শততম জন্মদিন। আজ থেকেই শুরু হয়ে গেল তাঁর শতবর্ষ উদযাপন। প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে স্মৃতির সাগরে ডুব দিলেন নমো। বললেন, একবিংশ শতাব্দীতে ভারতের রূপান্তরের স্থপতি অটল বিহারী বাজপেয়ী৷ তাঁর প্রতি দেশ চিরকাল কৃতজ্ঞ থাকবে৷ (PM remembers Atal Vajpayee)
গুড গভর্ন্যান্স ডে PM remembers Atal Bihari Vajpayee
বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে আজ দেশজুড়ে পালিত হচ্ছে গুড গভর্ন্যান্স ডে৷ এদিন টুইট বার্তায় মোদী বলেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ীকে তাঁর ১০০ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি তাঁর জীবন আত্মনির্ভর, শক্তিশালী এবং সমৃদ্ধ ভারত গড়ার জন্য উৎসর্গ করেছিলেন। তাঁর দৃষ্টি ও মিশন ভারতের উন্নতির জন্য শক্তির উৎস হয়ে থাকবে।”
এছাড়াও, প্রধানমন্ত্রী একটি নিবন্ধ প্রকাশ করেছেন, যেখানে বাজপেয়ীর রাজনৈতিক জীবন, তাঁর রূপান্তরমূলক নেতৃত্ব এবং ভারতের উন্নয়নে তাঁর অবদান সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
বাজপেয়ীর আদর্শ PM remembers Atal Bihari Vajpayee
অটল বিহারি বাজপেয়ীকে ভারতের ২১ তম শতাব্দীতে উত্তরণের স্থপতি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “বাজপেয়ীজী ভারতের জন্য এমন এক দৃষ্টিভঙ্গি এবং মিশন রেখে গিয়েছেন, যা আমাদের একটি উন্নত ভারতের দিকে এগিয়ে নিয়ে যাবে।”
তিনি আরও বলেন, ‘‘১৯৯৮ সালে তিনি যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, তখন আমাদের দেশ একটি রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। প্রায় ৯ বছরে ৪টি লোকসভা নির্বাচন দেখেছে দেশ। জনগণ হতাশ হয়ে পড়েছিল৷ নতুন সরকার কতটা কার্যকরী হবে, তা নিয়েও সন্দিহান ছিল। কিন্তু অটলজীর স্থিতিশীল সরকার গোটা পরিস্থিতি পাল্টে দিয়েছিল।”
প্রযুক্তি, টেলিকম ও যোগাযোগের ক্ষেত্রেও অটল বিহারী বাজপেয়ীর অবদানের কথাও স্মরণ করেছেন প্রধানমন্ত্রী মোদী। অর্থনীতি থেকে সমাজ, বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদানের কথাও লিখেছেন তিনি। মোদী লিখেছেন, ‘অটলজি ভারতীয় গণতন্ত্রকে বুঝতেন এবং সেটিকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। তিনি মানুষকে একত্রিত করে এনডিএকে শক্তিশারী করেছিলেন৷ জাতীয় উন্নয়ন ও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার এক শক্তিতে পরিণত করেছিলেন।
Bharat: Prime Minister Narendra Modi pays tribute to former PM Atal Bihari Vajpayee on his 100th birth anniversary. Vajpayee is remembered as the architect of India’s transformation in the 21st century. Good Governance Day is celebrated nationwide in his honor.