নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ ঘুরে দেখলেন মোদী, শেয়ার করলেন ছবিও

   তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেই বড় সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের একবার হাজির হলেন বিহারে। আর বিহারে গিয়ে মোদী যা করলেন তা দেখে চমকে…

  

তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেই বড় সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের একবার হাজির হলেন বিহারে। আর বিহারে গিয়ে মোদী যা করলেন তা দেখে চমকে গিয়েছেন সকলে। উত্তরপ্রদেশের বারাণসী সফরের একদিন পরেই বুধবার বিহারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের (Nalanda University) নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উদ্বোধনী অনুষ্ঠানে ১৭টি দেশের মিশন প্রধানসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। ক্যাম্পাসে প্রায় ১৯০০ আসন ক্ষমতা সহ ৪০ টি শ্রেণিকক্ষ সহ দুটি একাডেমিক ব্লক রয়েছে। এটিতে ৩০০ আসনের ক্ষমতা সম্পন্ন দুটি মিলনায়তন রয়েছে। এদিন নালন্দায় পৌঁছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ক্যাম্পাস পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আর পরিদর্শনের সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ারও করেন তিনি। এদিন তাঁর সঙ্গে ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য, অধ্যাপক অভয় কুমার সিং প্রমুখ। 

   

এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, ‘নালন্দার খননকৃত ধ্বংসাবশেষ পরিদর্শন দৃষ্টান্তমূলক। এই অনুভূতি একদম প্রাচীন বিশ্বের শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ আসনে থাকার সুযোগ। নালন্দা একটি বৌদ্ধিক চেতনা তৈরি করেছে যা আমাদের দেশে বিকাশ লাভ করে চলেছে।’ এদিন ১৭০০ কোটি টাকা খরচে তৈরি হওয়া নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী।