‘মানুষরূপী শয়তানদের শাস্তি হওয়া উচিৎ’, আরজি কর-কাণ্ডে বিস্ফোরক প্রধানমন্ত্রী!

বর্তমানে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক খুনে উত্তাল সমগ্র দেশ। জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ। এরই মাঝে আজ আবার স্বাধীনতা দিবসের আনন্দে মেতে…

বর্তমানে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক খুনে উত্তাল সমগ্র দেশ। জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ। এরই মাঝে আজ আবার স্বাধীনতা দিবসের আনন্দে মেতে উঠেছে সমগ্র দেশ। তবে আজকের এই বিশেষ দিনে মহিলাদের ওপর হওয়া অত্যাচার নিয়ে লালকেল্লা থেকে বড় মন্তব্য করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)।

আজ ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছে দেশ। ১১তম বার লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে কলকাতায় চিকিৎসক ধর্ষণ-হত্যা মামলায় কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘যারা নারী ও মেয়েদের নির্যাতন করে তাদের দ্রুত শাস্তি হওয়া উচিত। শাস্তি নিয়েও ব্যাপক আলোচনা হওয়া উচিত।’

   

প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আমাদের মা-বোনেদের সঙ্গে অত্যাচার হচ্ছে, এটা চিন্তার বিষয়। নারী নির্যাতনের ঘটনায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। এটা আমরা অনুভব করি। আমি বলতে চাই, নারী নির্যাতনের দ্রুত তদন্ত হওয়া উচিত। যত তাড়াতাড়ি সম্ভব দোষীর শাস্তি হওয়া উচিত।’ প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘যখন মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটে তখন তা সংবাদে আলোচনা হয়, কিন্তু যদি শাস্তি দেওয়া হয় তবে তা ছোট খবর বলে মনে হয়।’

মোদী বলেন, ‘আমি চাই যারা পাপ করবে তাদের শাস্তি নিয়ে আলোচনা হোক। অপরাধীদের ফাঁসি হওয়া উচিত। অপরাধীদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে হবে। এই ভয় তৈরি করা দরকার।’