কংগ্রেস নেতার আফ্রিকান-চিনা মন্তব্যে রেগে গেলেন প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

আচমকা রেগে গেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর রাগের কারণ হলেন কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা। স্যাম পিত্রোদার এক বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তিনি…

আচমকা রেগে গেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর রাগের কারণ হলেন কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা। স্যাম পিত্রোদার এক বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন ভারতের কোন অঞ্চলের মানুষ দেখতে কেমন। কংগ্রেস নেতা বলেন, স্যাম পিত্রোদা ভারতের বৈচিত্র্য সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন যে পূর্ব ভারতের লোকেদের চীনাদের মতো এবং দক্ষিণ ভারতের লোকেদের আফ্রিকানদের মতো দেখতে। আর এই নিয়েই এবার আসরে নামলেন প্রধানমন্ত্রী।

তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজ আমি খুব রেগে গেছি। তারা আমাকে গালিগালাজ করেছে, আমি এটা সহ্য করেছি, কিন্তু আজ যুবরাজ রাহুল গান্ধীর উপদেষ্টা যা বলেছেন তা আমাকে ক্ষুব্ধ করেছে। তারা আমার দেশের মানুষের গায়ের রংকে অপমান করছে।” মোদী আরও বলেন, “যুবরাজের গাইড কাকা বলেছেন, যাদের মুখ কালো তারা আফ্রিকা থেকে এসেছে। রঙের ভিত্তিতে এত বড় গালিগালাজ মেনে নেওয়া যায় না। গায়ের রং দেখে ধরে নেওয়া হয়েছিল, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু আফ্রিকান। তাদের ভাবনা আজ প্রকাশ্যে এসেছে। গায়ের রং যাই হোক না কেন, আমরা শ্রীকৃষ্ণের আরাধনা করি।”