PM Modi: ‘প্রথম দফায় NDA-র পক্ষেই ভোট পরেছে’, বড় দাবি মোদীর

প্রথম দফার লোকসভা ভোটপর্ব শেষ হতেই আজ শনিবার বড় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। গতকাল কাদের পক্ষে বেশি ভোট পরেছে আজ সেটা মহারাষ্ট্রের…

প্রথম দফার লোকসভা ভোটপর্ব শেষ হতেই আজ শনিবার বড় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। গতকাল কাদের পক্ষে বেশি ভোট পরেছে আজ সেটা মহারাষ্ট্রের এক জনসভায় দাঁড়িয়ে জানিয়ে দিলেন মোদী।

তিনি জানান, ‘প্রথম দফায় এনডিএ-র পক্ষেই একতরফা ভোটদান হয়েছে।’ শুধু তাই নয়, এদিন ইন্ডি জোটকে নিয়েও চরম কটাক্ষ করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী বলেন, ‘৪ জুনের পর ইন্ডি জোট একে অপরের পোশাক ছিঁড়বে। তারা একে অপরের চুল ধরে টানাটানি করবে। আপনারাই বলুন, কোনো শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক কি তাদের ভোট দেবেন? আমি ভোটারদের বলছি, আসুন মন থেকে এনডিএ-কে ভোট দিই। এনডিএ-কে ভোট দিতে হবে।’

মোদী জানান, ‘আজকের দিনে দাঁড়িয়েও এনডিএ সরকার গরিবদের জন্য কোনও কাজ করলে কংগ্রেস তা নিয়ে উপহাস করে। গরিব, দলিত, বঞ্চিত, শ্রমিক, কৃষকদের উন্নয়নের সামনে কংগ্রেস সব সময় দেওয়ালের মতো দাঁড়িয়েছে। স্বাধীনতার ছয় দশক পর আমরা কোটি কোটি গরিব মহিলার শৌচালয় পৌঁছে দেওয়ার অভিযান শুরু করেছিলাম। তখন কংগ্রেস ও ইন্ডি আঘাদির লোকেরা তাদের নিয়ে ঠাট্টা-তামাশা করত।’

প্রধানমন্ত্রী নান্দেদে ইন্ডি জোট সম্পর্কেও বলেন। মোদী বলেন, ‘যে তারা কি কখনও আপনার সমস্যার সমাধান করতে পারে? কয়েক দশক ধরে মহারাষ্ট্র ও বিদর্ভ-মারাঠওয়াড়া ঘিরে শ্বাসরুদ্ধকর কাজ করেছে কংগ্রেস। এই অঞ্চলের খরা পরিস্থিতি একদিনে জলের সংকট তৈরি করেনি। কংগ্রেসের মনোভাবের কারণে কৃষকরা দুর্বল হয়ে পড়েন। লাখ লাখ তরুণ-তরুণীকে দেশান্তরী হতে হয়েছে।’