মোদীর বক্তৃতা চলাকালীন অসুস্থ সাংবাদিক! কী করলেন প্রধানমন্ত্রী?

মোদীর (Narendra Modi) সভা চলাকালীন আচমকা বিপত্তি! আজ, বুধবার ওডিশার একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বক্তৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন এক সাংবাদিক।…

pm-narendra-modi-halted-his-speech-at-a-public-event-in-odisha-to-ensure-medical-attention-for-an-unwell-journalist

short-samachar

মোদীর (Narendra Modi) সভা চলাকালীন আচমকা বিপত্তি! আজ, বুধবার ওডিশার একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বক্তৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন এক সাংবাদিক। মঞ্চ থেকে বিষয়টি খেয়াল করেছিলেন প্রধানমন্ত্রী। তড়িঘড়ি বক্তৃতা থামিয়ে ওই সাংবাদিকের চিকিৎসা নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নিজের মেডিক্যাল টিমকেও পাঠান সাংবাদিকের কাছে। সাংবাদিককে জল দেওয়ারও পরামর্শও দেন।

   

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘জল দিন ওনাকে। আমার টিমের ডাক্তারকে পাঠান ওখানে। আগে জল দিন। ওখান থেকে বাইরে নিয়ে যান। তাড়াহুড়ো করবেন না।’ তীব্র গরমের কারণেই ওই সাংবাদিক অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। যদিও কিছুক্ষণের মধ্যেই তিনি সুস্থ হয়ে যান। সভা থেকে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে কড়া ভাষায় আক্রমণ করেন মোদী।

প্রধানমন্ত্রী বলেন, যারা এতদিন লুটপাট চালিয়েছে, তাদের থেকে মুক্তি চায় ওডিশাবাসী। রাজ্যবাসী এবার ডবল ইঞ্জিন সরকার চাইছে। শুরু ওডিশাই নয়, গোটা দেশ তৃতীয় বারের জন্য মজবুত সরকার গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।

Suvendu Adhikari: চটে লাল শুভেন্দু, সভা বাতিলের পরেই ধুয়ে দিলেন মমতাকে!

পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ওডিশায় এবার একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন হচ্ছে। ২১টি লোকসভার সঙ্গে ১৪৭টি বিধানসভায় ভোট হচ্ছে মোট চার দফায়। ২০০০ সাল থেকে টানা ২৪ বছর ওডিশায় মুখ্যমন্ত্রী পদে রয়েছেন বিজু জনতা দল (বিজেডি) প্রধান নবীন পট্টনায়ক। তাঁকে হারিয়ে এবার সেখানে ক্ষমতা দখলে মরিয়া গেরুয়া শিবির। ২০১৯-এ ১১৩টি আসনে জিতে ওডিশার মসনদে বসেছিলেন নবীন পট্টনায়েক।

এবার ওডিশায় ত্রিমুখী লড়াই হচ্ছে। বিজেডির মূল প্রতিপক্ষ বিজেপি হলেও লড়াইয়ে রয়েছে কংগ্রেসও। এর আগেও ওডিশায় গিয়ে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, গত ৫০ বছর ধরে রাজ্য শাসন করা কংগ্রেস এবং পরবর্তী ২৫ বছর শাসক বিজেডি শুধুই লুঠপাট করেছে। বিজেডির ছোট নেতারাও কোটি কোটি টাকার মালিক। বিজেডি ডুবছে, কংগ্রেস শক্তিহীন, তাই মানুষ বিজেপিকে বেছে নেবে।

মোদীর ধ্যান ভাঙাতে মরিয়া মমতা! তড়িঘড়ি পদক্ষেপের ঘোষণা

পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ওডিশায় মোট বিধানসভা আসনের সংখ্যা হল ১৪৭। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ৭৪। সেখানে চার দফায় নির্বাচন হচ্ছে। ১৩ মে প্রথম দফার ভোট হয়ে গিয়েছে। ২০ মে হবে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হয়েছে। তারপর ২৫ মে তৃতীয় দফার ভোট হয়েছে। আর চতুর্থ দফার ভোটগ্রহণ হবে আগামী ১ জুন।

২০১৯ সালের বিধানসভা নির্বাচনে এই ১৪৭টি আসনের মধ্যে ১১৩টি আসনে জিতেছিল বিজেডি। ২৩টি আসনে জিতে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি। আর কংগ্রেস জিতেছিল মাত্র ৯টি আসনে। অন্যান্যরা দুটি আসনে জিতেছিল।

কোন রাজ্যে কত আসন পাবে বিজেপি? জানিয়ে দিলেন অমিত শাহ

দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে – ছয় দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।