বিজেপির ৫ বছর, কংগ্রেসের ২০ বছর, বড় বার্তা প্রধানমন্ত্রীর

লোকসভা ভোটের আগে আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) অরুণাচল প্রদেশে জনসভা করেছেন। শনিবার ৯ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘সরকার যে ধরনের উন্নয়ন মূলক কাজ করেছে তা করতে কংগ্রেসের ২০ বছর লেগে যেত’।

অরুণাচল প্রদেশের ইটানগরের জনসভার মঞ্চ থেকে সরাসরি কংগ্রেস সরকারকে তোপ দাগলেন নমো। ‘উত্তর-দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য, পর্যটন এবং অন্যান্য সম্পর্কের ক্ষেত্রে একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠতে চলেছে’ বলে জানালেন মোদী। ইটানগরের মঞ্চ থেকে তিনি আজ এখানে প্রায় ৫৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন করা করেছেন। এর মাঝেই কংগ্রেসের বিরুদ্ধে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘গত পাঁচ বছরে আমরা উত্তর-পূর্বাঞ্চলে যা করেছি, তা করতে কংগ্রেসের ২০ বছর লেগে যেত’। বর্তমানে গোটা উত্তর-পূর্ব ভারত তার কাজ দেখেছে , এমনটাই জানান মোদী।

   

দেশের উন্নয়ন স্বার্থে তিনি কাজ করছেন এমন বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী বলেন যে বিরোধী দলের নেতারা তাকে ক্রমাগত আক্রমণ করে চলেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন