Chandrayaan-3: বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাতে ভোর রাতে ইসরো সেন্টারে প্রধানমন্ত্রী

গ্রিস থেকে ফেরার পর আজ সরাসরি বেঙ্গালুরু পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। তিনি ইসরো (ISRO) কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে চন্দ্রযান-৩ (Chandrayaan-3) মিশনে জড়িত বিজ্ঞানীদের সঙ্গে দেখা করেন।

pm-modi-isro-headquarter

গ্রিস থেকে ফেরার পর আজ সরাসরি বেঙ্গালুরু পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। তিনি ইসরো (ISRO) কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে চন্দ্রযান-৩ (Chandrayaan-3) মিশনে জড়িত বিজ্ঞানীদের সঙ্গে দেখা করেন। ইসরোর বিজ্ঞানীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী মোদী।

তিনি বললেন, ‘আমি খুব ভোরে এখানে এসেছি, আমি জানি আপনাদের নিশ্চয়ই কোনও সমস্যা হয়েছে। কিন্তু আমি আপনাদের বিরক্ত করতে চাইনি। আমি শুধু আপনাদের দেখার জন্য উদগ্রীব ছিলাম। আমি আপনাদের সবাইকে স্যালুট জানাই। আমি আপনাদের কঠোর পরিশ্রমকে, আপনাদের ধৈর্যকে স্যালুট জানাই।

   

ভাষণে আবেগাপ্লুত হয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আজ আপনাদের সবার মাঝে এসে আমি অন্যরকম আনন্দ অনুভব করছি। সম্ভবত এমন সুখ খুব বিরল কারণেই হয়। এমন ঘটনায় অধৈর্যতা তৈরি করে। এবার আমার সঙ্গেও তাই হলো। এত অধৈর্য.. আমি দক্ষিণ আফ্রিকায় ছিলাম, তারপর গ্রিসে একটি প্রোগ্রাম ছিল, সেখানে গিয়েছিলাম – কিন্তু আমার মন পুরোপুরি আপনাদের সঙ্গে ছিল’।

তিনি তার ভাষণে আরও বলেন, ‘আমি যত তাড়াতাড়ি সম্ভব দেখা করতে চেয়েছিলাম। আপনাদের সবাইকে স্যালুট জানাতে চাই’। এ কথা বলতেই আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী মোদী। এরপর তিনি বলেন, ‘ আপনাদের পরিশ্রমকে স্যালুট। স্যালুট আপনাদের ধৈর্যকে, স্যালুট আপনাদের আবেগকে, স্যালুট আপনাদের প্রাণশক্তিকে, স্যালুট আপনাদের চেতনাকে। আপনারা দেশকে যে উচ্চতায় নিয়ে গিয়েছেন তা সাধারণ সাফল্য নয়। এটি অসীম মহাকাশে ভারতের বৈজ্ঞানিক ক্ষমতার শঙ্খ।

প্রধানমন্ত্রী মোদী আরো বলেন, ‘২৩ আগস্টের সেই দিনটি আমার চোখের সামনে প্রতি সেকেন্ডে বারবার ঘুরছে। টাচ ডাউন নিশ্চিত হলে, এখানে ইসরো কেন্দ্র এবং সারা দেশে যেভাবে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, সেই দৃশ্য কে ভুলতে পারে! কিছু স্মৃতি অমর হয়ে যায়। সেই মুহূর্ত অমর হয়ে গেল। আজ সারা বিশ্ব আমাদের বিজ্ঞানী ও বৈজ্ঞানিক প্রতিভার লৌহকে গ্রহণ করেছে। চন্দ্রযান মহা অভিযান শুধু ভারতের নয়, সমগ্র মানবতার সাফল্য। আমাদের ‘মুন ল্যান্ডার’ চাঁদে ‘অঙ্গদ’-এর মতো দৃঢ়ভাবে পা রেখেছে’।

ইসরো কেন্দ্রে বিজ্ঞানীদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদী বলেন, আজ দেশের প্রতিটি শিশু আপনাদের মধ্যে তার ভবিষ্যৎ দেখছে। তরুণদের পথ দেখিয়েছেন। আপনাদের কৃতিত্ব শুধুমাত্র চন্দ্রযানের অর্জন নয়, আপনারা সারা দেশে ছড়িয়ে দিয়েছেন অনুপ্রেরণা ও শক্তির তরঙ্গ’।

এরসঙ্গেই প্রধানমন্ত্রী ইসরো বিজ্ঞানীদের বলেছেন, ‘আপনাদের কারণে আমরা যা করতে পেরেছি তা কেউ করেনি। আমরা সেখানে পৌঁছেছি যেখানে আগে কেউ পৌঁছায়নি’। এই সেই ভারত যে নতুন ভাবে চিন্তা করে। প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন যে ২৩ আগস্ট, যেদিন ভারত চাঁদে তেরঙ্গা উত্তোলন করেছিল, সেই দিনটি এখন জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালিত হবে।