অমৃতসর: ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির সিদ্ধান্তের পর মঙ্গলবার পাঞ্জাবের আদমপুর বিমানঘাঁটিতে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়ে তিনি প্রশংসা করেন তাঁদের সাহসিকতা ও অটল নিষ্ঠার।
আদমপুর বিমানঘাঁটিতে হামলার চেষ্টা
এই সফর আসে ঠিক সেই সময়েই, যখন ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর সফল সমাপ্তির পর পাকিস্তান পাল্টা হামলার চেষ্টা চালিয়েছিল আদমপুর সহ একাধিক বিমানঘাঁটিতে। ৯ ও ১০ মে মধ্যরাতে পাকিস্তান তাদের JF-17 যুদ্ধবিমান থেকে তথাকথিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতের এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করার দাবি করেছিল। তবে ভারতের প্রতিরক্ষা সূত্র এই দাবি পুরোপুরি নাকচ করে দেয়।
কী বললেন প্রধানমন্ত্রী PM Modi Visits Adampur Airbase
অপারেশন সিন্দুর শুরু হয়েছিল ৭ মে, যার মূল উদ্দেশ্য ছিল কাশ্মীরের পাহেলগাঁওয়ে গত মাসে হওয়া জঙ্গি হামলার প্রত্যাঘাত। ভারতীয় সেনার কৌশলগত জবাবে পাকিস্তানের বেশ কিছু বিমানঘাঁটি, রাডার সাইট এবং প্রতিরক্ষা অবকাঠামোয় আঘাত হানা হয়।
আদমপুর ঘাঁটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, “অপারেশন সিঁদুরে ভারতীয় সেনা যে সাহস, দৃঢ়তা ও কৌশল দেখিয়েছে, তা গোটা জাতির গর্বের বিষয়। আমি আমাদের সেনাবাহিনীকে প্রণাম জানাই। দেশ আপনাদের সঙ্গে আছে।”
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে এয়ার ফোর্স স্টেশনে নেওয়া হয় কড়া নিরাপত্তা। ঘাঁটির অভ্যন্তরে তিনি বায়ুসেনার বিভিন্ন ইউনিটের সদস্য ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন, তাঁদের মনোবল বৃদ্ধিতে নানা বার্তা দেন। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই সফর কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং দেশের প্রতিরক্ষা বাহিনীর পাশে দাঁড়ানোর দৃঢ় বার্তাও।
সোমবার দেশবাসীর উদ্দেশে ভাষণ
সোমবার দেশবাসীর উদ্দেশে ভাষণে ফের দৃঢ় বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষিতে তাঁর বক্তব্যে ঝরে পড়ে দেশের সশস্ত্র বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ভবিষ্যতের জন্য এক অটল সতর্কবার্তা।
প্রধানমন্ত্রীর কথায়, “আকাশ, জল বা স্থল— ভারতের সেনাবাহিনী সর্বত্র সদা প্রস্তুত। আমাদের বাহিনী একটি ‘নতুন নর্মাল’ সৃষ্টি করেছে। যদি ভবিষ্যতে প্রয়োজন হয়, আমরা আবার জবাব দিতে দ্বিধা করব না। কোনও পরমাণু হুমকি, কোনও ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’, ভারত সহ্য করবে না।”
পাকিস্তানের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসের জ্বলন্ত উদাহরণ পহেলগাঁও হামলা। আমরা বারবার যুদ্ধক্ষেত্রে পাকিস্তানকে পরাস্ত করেছি। ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ফের সেই শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করলাম।”
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর ৭ মে পাকিস্তানের অভ্যন্তরে প্রত্যাঘাত চালায় ভারত। সেই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিন্দুর’। অভিযানের পর থেকেই ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা তুঙ্গে। পাল্টা হামলার চেষ্টা করলেও, ভারত কূটনৈতিক ও কৌশলগত— উভয় দিকেই দিয়েছে উপযুক্ত জবাব।
Bharat: PM Modi visits Adampur Airbase in Punjab, praising army’s bravery after Operation Sindur. Visit follows Pakistan’s failed attempt to attack Indian airbases, including Adampur. India denies Pakistan’s claim of destroying S-400 system. Modi lauds Indian forces’ strategic response.