নয়াদিল্লি: ভারতের আত্মনির্ভরতার যাত্রা এখন শুধু অর্থনীতির নয়, জাতীয় নিরাপত্তা ও গর্বের প্রতীকও বটে। এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে ‘ভারত মণ্ডপম’-এ বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানালেন, “আজকের আত্মনির্ভর ভারত আর নীরব থাকে না, প্রয়োজনে জবাব দেয় যথাযোগ্যভাবে-সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক এবং অপারেশন সিঁদুরের মাধ্যমে।”
আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে ভারত
পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী ঘাঁটির বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এর উদাহরণ টেনে মোদী বলেন, ২০১৪ সালের আগে ভারতের সামনে ছিল একাধিক সংকট-সন্ত্রাসবাদ, নারী সুরক্ষা, নীতিগত অচলাবস্থা। কিন্তু গত ১১ বছরে দেশ সেই সব বাধা পেরিয়ে এগিয়েছে আত্মবিশ্বাসের সঙ্গে।
প্রধানমন্ত্রী বলেন, “কোভিডের সময় গোটা বিশ্ব ভাবছিল, ভারত কীভাবে নিজেকে রক্ষা করবে। কিন্তু আমরা সেই আশঙ্কা ভুল প্রমাণ করেছি। সংকটকে সুযোগে পরিণত করে আজ ভারত হয়ে উঠেছে বিশ্বের দ্রুততম বৃদ্ধিশীল অর্থনীতি।”
বৈশ্বিক সংঘাত ভারতের গতিকে থামাতে পারেনি
কোভিড-পরবর্তী সময়ে ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক সংঘাতও ভারতের গতিকে থামাতে পারেনি—এ কথাও তুলে ধরেন মোদী। তাঁর দাবি, গত তিন বছরে ভারতের গড় বৃদ্ধির হার ৭.৮ শতাংশ, যা বিশ্বের অন্য যে কোনও বড় অর্থনীতির তুলনায় সর্বাধিক।
অর্থনৈতিক সাফল্যের দিকটি উল্লেখ করে মোদী বলেন, গত বছর ভারতের কৃষিপণ্যের রপ্তানি হয়েছে ৪.৮ লক্ষ কোটি টাকা। ১৭ বছর পর আন্তর্জাতিক রেটিং সংস্থা S&P ভারতের ক্রেডিট রেটিং উন্নীত করেছে। একইসঙ্গে, গুগল ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতে ১৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা করেছে—এ তথ্যও তুলে ধরেন তিনি।
আন্তর্জাতিক আস্থার প্রসঙ্গেও মোদীর মন্তব্য, “ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাঁর সরকারের সবচেয়ে বড় প্রতিনিধি দল নিয়ে ভারতে এসেছেন। এটি প্রমাণ করে—বিশ্ব আজ ভারতকে দেখছে এক দায়িত্বশীল ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে।”
মোদীর কথায়, এই বিনিয়োগ আর আস্থাই প্রমাণ করছে—ভারত আজ বিশ্ববাজারের এক নতুন স্নায়ুকেন্দ্র। “অজানার প্রান্তেই ভারতের জন্য আজ সুযোগের নতুন দুয়ার খুলছে,” মন্তব্য তাঁর।