‘ড্রোনের আঁতুড়ঘর হবে ভারত’

drone attack

ভারতে শুরু হল ড্রোন মহা-উৎসব। দুই দিন ধরে চলবে বিশেষ অনুষ্ঠান। শুক্রবার দিল্লির প্রগতি ময়দানে উৎসবের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে সেখানে আয়োজিত এক প্রদর্শনী ঘুরে দেখছেন।

ড্রোন উৎসবের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় মেক ইন ইন্ডিয়া প্রসঙ্গ। ড্রোন নির্মাণের মাধ্যমে ভারত আত্মনির্ভরশলতার দিকে ক্রমে এগিয়ে যাবে বলে তিনি মনে করছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, এই উদ্যোগের মাধ্যমে দেশ ক্রমে পরিণত হচ্ছে এই ‘নয়া ভারত’এ।

   

প্রধানমন্ত্রীর মতে, ভবিষ্যতে ড্রোনের ব্যবহার ক্রমে বাড়বে। ফলত এই সেক্টরে কাজের পরিবেশ ধীরে ধীরে গড়ে উঠতে পারে। প্রতিরক্ষা বিভাগ ছাড়াও এখন কৃষি ক্ষেত্রে ড্রোনের ব্যবহার উল্লেখযোগ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিনের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন প্রায় ১ হাজার ৬০০ জন বিশেষ অতিথি। যার মধ্যে বিদেশি প্রতিনিধি, সরকারী আধিকারিক, সশস্ত্র বিভাগের কর্তারা, কেন্দ্রীয় নিরাপত্তা দলের আধিকারিক, বেসরকারি সংস্থা, স্টার্ট আপ কোম্পানির বহু অতিথিরা উপস্থিত হয়েছিলেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন