লোকসভায় তুলকালাম, মাঝপথে ভাষণ থামালেন প্রধানমন্ত্রী

বাদল অধিবেশন চলাকালীন ফের একবার নজিরবিহীন ঘটনা ঘটল লোকসভায়। আজ মঙ্গলবার একাধিক ইস্যুকে কেন্দ্র করে লোকসভায় তুলকালাম পরিস্থিতি তৈরি হল, যে কারণে মাঝপথে ভাষণ থামালেন…

লোকসভায় তুলকালাম, মাঝপথে ভাষণ থামালেন প্রধানমন্ত্রী

বাদল অধিবেশন চলাকালীন ফের একবার নজিরবিহীন ঘটনা ঘটল লোকসভায়। আজ মঙ্গলবার একাধিক ইস্যুকে কেন্দ্র করে লোকসভায় তুলকালাম পরিস্থিতি তৈরি হল, যে কারণে মাঝপথে ভাষণ থামালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। 

আজ মোদী বলেন, ‘রীতিমতো দেশের ভবিষ্যৎ নষ্ট করেছে দুর্নীতি।’ কংগ্রেসকে আক্রমণ করে মোদী বলেন, ‘২০২৪ থেকে কংগ্রেস পরজীবী কংগ্রেস হয়ে গিয়েছে।’  এদিন মোদীর ভাষণের সময় লাগাতার স্লোগান বিরোধীদের। লোকসভা ভোটে কংগ্রেসের পরাজয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘কংগ্রেসের ইতিহাসে এটি তৃতীয় বৃহত্তম পরাজয়। কংগ্রেস যদি তাদের পরাজয় মেনে নিত এবং জনগণের জনাদেশকে সম্মান করত তবে আরও ভাল হত তবে তারা কিছু ‘সিরসাসন’ করতে ব্যস্ত। কংগ্রেস এবং তার বাস্তুতন্ত্র ভারতের নাগরিকদের মনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে যে তারা আমাদের পরাজিত করেছে। বাচ্চা ভোলানোর কাজ করছে এই দল।’ 

লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপর বিতর্কের জবাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু বিরোধীরা লাগাতার হট্টগোল চালায়। ‘একনায়কতন্ত্র চলবে না’, ‘মণিপুর-মণিপুর’ স্লোগান তোলা হয় বিরোধীদের তরফে।

Advertisements

এই সময়ের মধ্যে দু’বার ভাষণ থামাতে হয়েছিল প্রধানমন্ত্রীকে। স্পিকার ওম বিড়লা বিরোধীদের দু’বার এমনটা না করার পরামর্শ দেন। স্পিকার ওম বিড়লা বলেন, ‘এটা ঠিক নয়, কিন্তু বিরোধী সাংসদরা শুনতে রাজি নন।’