রাহিম ইয়ার খান আইসিইউ-তে! অপারেশন সিঁদুরে মোদীর ‘বারুদ’ বার্তা পাকিস্তানকে

বিকানের: “এই মোদীর শিরায় এখন আর রক্ত নয়, গরম সিঁদুর বইছে।” বিকানেরে দাঁড়িয়ে রাজার মতো গর্জে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানকে দিলেন সরাসরি হুঁশিয়ারি —…

PM Modi Pakistan Airstrikes

বিকানের: “এই মোদীর শিরায় এখন আর রক্ত নয়, গরম সিঁদুর বইছে।” বিকানেরে দাঁড়িয়ে রাজার মতো গর্জে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানকে দিলেন সরাসরি হুঁশিয়ারি — “যারা ভারতকে রক্তাক্ত করতে এসেছিল, তারা আজ ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে। পাকিস্তানের রাহিম ইয়ার খান বিমানঘাঁটি আজ ভারতের এয়ারস্ট্রাইকের ফলে আইসিইউ-তে।”

রাহিম ইয়ার খান থেকে চুরু — পাকিস্তান শুনছে ভারতের বজ্রধ্বনি

আজ রাজস্থানের বিকানারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বললেন, “২২ এপ্রিলের পহেলগাঁও হামলার পর আমরা তিন বাহিনীকে মুক্তহস্ত দিয়েছি। ভারতীয় সেনা, নৌ ও বায়ুসেনার ত্রিমুখী আঘাতে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে হয়েছে।” তিনি জানান, পাকিস্তানের সীমান্তবর্তী রাহিম ইয়ার খান বিমানঘাঁটি ভারতের নিখুঁত এয়ারস্ট্রাইকে বিধ্বস্ত, কার্যত ‘আইসিইউ’-তে।

   

প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, “চুরুতে দাঁড়িয়ে বলেছিলাম — আমি এই মাটির কসম খাচ্ছি, দেশকে নত হতে দেব না। আজ আবার রাজস্থানের মাটি থেকে বলছি, যারা সিঁদুর মুছে দিতে এসেছিল, তারা আজ ধূলায় মিশে গিয়েছে।”

অপারেশন সিঁদুর: ২২ মিনিটে ৯ ঘাঁটি ধ্বংস, পাকিস্তানের অস্ত্র আজ ধ্বংসস্তূপে PM Modi Pakistan Airstrikes

প্রধানমন্ত্রী বলেন, “২২ এপ্রিলের জঙ্গি হামলার প্রতিউত্তরে আমরা মাত্র ২২ মিনিটে ধ্বংস করেছি ৯টি বড় জঙ্গিঘাঁটি। এখন শত্রুরা জানে, যখন ভারতের সিঁদুর বারুদে রূপ নেয়, তখন কী ঘটে!”

প্রধানমন্ত্রী আরও বলেন, “যারা ভারতের রক্ত ঝরিয়েছে, তাদের প্রতিটি ফোঁটার হিসেব দিয়ে দিয়েছি। যারা ভারতের নীরবতাকে দুর্বলতা ভেবেছিল, আজ তারা নিজেদের বাড়িতে লুকিয়ে আছে। যারা অস্ত্র নিয়ে গর্ব করত, তারা আজ ধ্বংসের নিচে চাপা পড়ে আছে।”

Advertisements

“পাকিস্তান ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধে জিততে পারে না” — মোদীর স্পষ্ট বার্তা

“পাকিস্তান জানে, ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধে তাদের জেতার কোনও ক্ষমতা নেই, তাই তারা সন্ত্রাসবাদকে অস্ত্র বানিয়েছে। স্বাধীনতার পর থেকেই এ চক্রান্ত চলে আসছে। কিন্তু তারা ভুলে গেছে, আজ মায়ের এক সেবক মোদী দাঁড়িয়ে আছে। মোদীর মন ঠান্ডা, কিন্তু রক্ত গরম। মোদীর শিরায় এখন রক্ত নয়, গরম সিঁদুর বইছে।”

“পাকিস্তান যদি জঙ্গি রফতানি করে যায়, তাহলে এক ফোঁটা জলের জন্য ভিখারির মতো ঘুরতে হবে”
পাকিস্তানকে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, “ভারতের রক্ত নিয়ে যারা খেলা চালাবে, তাদের খেসারত দিতে হবে। পাকিস্তানকে এক ফোঁটা জলও দেওয়া হবে না। কোনও বাণিজ্য হবে না, কোনও আলোচনা হবে না। আলোচনা হলে তা হবে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর নিয়ে।”

Bharat: PM Modi issues a fiery warning to Pakistan from Bikaner, declaring Rahim Yar Khan airbase in “ICU” after Indian airstrikes. He highlights “Operation Sindoor,” avenging the Pahalgam attack by destroying 9 terror bases in 22 mins, asserting India’s strong retaliatory power.