Modi: মোদীর ভোটের বৈতরণী তিরুপতি

নরেন্দ্র মোদী সরকারি কিংবা দলীয়, প্রধানমন্ত্রীর যে কোনও কর্মসূচিতে মন্দির দর্শন, পূজাপাঠ পর্ব থাকেই। সোমবার সকাল সকাল প্রধানমন্ত্রী গিয়েছেন তিরুপতি মন্দিরে। তেলেঙ্গানায় ভোট ৩০ নভেম্বর। তার তিনদিন আগে প্রধানমন্ত্রীর তিরুপতি দর্শনে ভোটের অঙ্ক দেখছে রাজনৈতিক মহল।

দক্ষিণ ভারতে জনপ্রিয় হিন্দু মন্দিরগুলির মধ্যে অন্যতম হল তিরুপতি। গোটা দক্ষিণ ভারতেই এই মন্দিরকে কেন্দ্র করে তিরুপতি আধ্যাত্মিক রাজধানী হিসাবে পরিচিত। তিরুপতির পাহাড়ের তিরুমালাতে অবস্থিত ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরটি ভেঙ্কটেশ্বর অর্থাৎ বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। বিশ্বাস করা হয় সমস্যাসঙ্কুল কলিযুগে মানবজাতিকে রক্ষা করতে তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। এটি তিরুপতি বালাজি মন্দির নামেও পরিচিত।

   

প্রধানমন্ত্রী সোমবার সকালে তিরুপতি পৌঁছে এক্স হ্যান্ডেলে লিখেছেন, তিরুমালায় ভেঙ্কটেশ্বরের কাছে ১৪০ কোটি ভারতীয়র মঙ্গল কামনা করলাম। মোদী রবিবার তেলেঙ্গানার প্রচার শেষে দিল্লি ফেরেননি। রবিবার তিনি তিনটি জনসভায় ভাষণ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও তিনটি জনসভায় হাজির ছিলেন। ময়দানে ছিলেন রাহুল গান্ধী, বোন প্রিয়ঙ্কা এবং তেলেঙ্গানার শাসক দল ভারত রাষ্ট্র সমিতির প্রধান তথা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তেলেঙ্গানায় ভোটগ্রহণ ৩০ নভেম্বর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন