PM Modi: মোদী বললেন পুরনো সংসদের নাম হবে সংবিধান ভবন

আমরা নতুন সংসদ ভবনে যাচ্ছি ঠিকই, কিন্তু পুরনো সংসদ ভবনের মর্যাদা যেন না কমে। এই ভবন সংবিধান সদন হিসেবে পরিচয় পাক। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। …

আমরা নতুন সংসদ ভবনে যাচ্ছি ঠিকই, কিন্তু পুরনো সংসদ ভবনের মর্যাদা যেন না কমে। এই ভবন সংবিধান সদন হিসেবে পরিচয় পাক। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

প্রধানমন্ত্রী লোকসভা ও রাজ্যসভার অধ্যক্ষ যথাক্রমে ওম বিড়লা ও জগদীপ ধনখড়কে আর্জি জানান, নতুন সংসদ ভবনে গিয়ে যেন আমরা পুরোনোকে না ভুলি। মোদী বলেন সংবিধান সদন নাম করণের মাধ্যমে সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর সহ ভারতীয় সংসদ ভবনের স্মরণীয় ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানাবে সরকার।

   

পুরনো ভবন ছেড়ে মঙ্গলবার নতুন সংসদ ভবনে শুরু হলো অধিবেশন। সোমবার প্রধানমন্ত্রী পুরনো সংসদে শেষ অধিবেশনে বলেছিলেন গণেশ চতুর্থীর দিন নতুন ভবনে হবে অধিবেশন। সেই মতো এদিন শুরু হলো নতুন ভবন অর্থাত পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়াতে অধিবেশন। নতুন ভবনের অধিবেশনে প্রধানমন্ত্রী মোদী বলেন, নতুন চেতনা নিয়ে ভারত জেগে উঠেছে। আমি বিশ্বাস করি,দেশ যে দিকে এগোচ্ছে তাতে আমরা শীঘ্রই আরও ভাল কিছু দেখতে পাব। বিশ্ব অর্থনীতিতে ভারত প্রথম পাঁচে। এবার প্রথম তিনে পৌঁছতে হবে।

তিনি আরও বলেন, বিশ্ব অর্থনীতিতে ভারত এখন প্রথম পাঁচে। আমাদের কাঁধে অনেক দায়িত্ব। এবার প্রথম তিনে পৌঁছাতে হবে। এদিন নতুন সংসদে সাংসদরা সংবিধান বই নিয়ে প্রবেশ করেন। সরকারপক্ষ ও বিরোধীরা পুরনো পুরনো ভবন ছেড়ে নতুন ভবনে আসার আগে গ্রুপ ফটো তুলেছেন।

আকাশবাণী সংবাদ জানাচ্ছে, সোমবার লোকসভায় সংসদের বিশেষ অধিবেশনের উদ্বোধনী বক্তৃতায়, প্রধানমন্ত্রী মোদী ভারতের গণতান্ত্রিক যাত্রা এবং পুরানো ঐতিহ্য ভবনে শেষ দিনের তাৎপর্য প্রতিফলিত করেছেন, যা স্বাধীনতার পর থেকে ৭৫০০ জনেরও বেশি সংসদ সদস্যকে সেবা দিয়েছে। তিনি এই সংসদ অধিবেশনকে সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন।