গাজার পাশে ভারত, প্যালেস্টাইনকে আশ্বাস মোদীর

নিউইয়র্কের রাষ্ট্রসঙ্ঘের বার্ষিক সম্মেলনে এসে এবার প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মেহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ওই বৈঠকে প্যালেস্টাইনের গাজায় চলমান সংঘর্ষ ও…

pm Modi met and talk with palastine president madhmud over israel gaza conflitct situation

নিউইয়র্কের রাষ্ট্রসঙ্ঘের বার্ষিক সম্মেলনে এসে এবার প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মেহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ওই বৈঠকে প্যালেস্টাইনের গাজায় চলমান সংঘর্ষ ও মানবাধিকার লঙ্ঘনের একাধিক সমস্যা নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এমন অবস্থায় মানবিক সাহায্যের হাত বাড়িয়ে ভারত যে সবসময় প্যালেস্টাইনের পাশে রয়েছে সেবিষয়টি মেহমুদকে জানান নরেন্দ্র মোদী।

পাশাপাশি গাজা সমস্যার সমাধানে ‘টু-স্টেটস’ বা দ্বি-রাষ্ট্র ব্যবস্থার দ্রুত বাস্তবায়নের পক্ষে ভারত সর্বদা ইচ্ছুক বলে জানান তিনি। অতীতে রাষ্ট্রসঙ্ঘে এই ইস্যুতে ভারত সবসময় প্যালেস্টাইনকে সমর্থন করেছে। এখনও সেই নীতি থেকে ভারত যে সরে আসেনি, এদিন মেহমুদকে স্পষ্ট করে জানান মোদী। 

   

 

গাজায় মানবিক সাহায্যে গত জুলাইয়ে ইউএন ত্রানে আড়াই মিলিয়ন ডলার দিয়েছে ভারত। আগামীতে আরও সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে নয়াদিল্লির তরফে। গত বছর অক্টোবরে ইজরায়েলে হামাস হামলার পর গাজাতে পাল্টা হামলা চালাতে শুরু করে ইজরায়েল। সেই হামলায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে কয়েক লক্ষ শিশুসহ বহু সাধারন নাগরিক।

ইজরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দাবি তুলে সরব হয় বিশ্বের বহু দেশ। রাষ্ট্রসঙ্ঘের ভোটাভুটিতেও কোনঠাসা হতে হয় নেতানিয়াহু সরকারকে। তবে আমেরিকা, ব্রিটেনের মতো পশ্চিমীদেশগুলি পাশে থাকায় বড় নিষেধাজ্ঞা চাপেনি ইজরায়েলের ওপর। অন্যদিকে প্যালেস্টাইনকে বরাবর সমর্থন জানালেও জাতীয় স্বার্থেই ইজরায়েলের বিরুদ্ধে কখনও ভোট দেয়নি নয়াদিল্লি।